কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ৮০
Qur'an Surah Al-Waqi'ah Verse 80
আল ওয়াক্বিয়া [৫৬]: ৮০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ (الواقعة : ٥٦)
- tanzīlun
- تَنزِيلٌ
- A Revelation
- অবতীর্ণ
- min
- مِّن
- from
- পক্ষ হতে
- rabbi
- رَّبِّ
- (the) Lord
- রবের
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds
- বিশ্বজগতের
Transliteration:
Tanzeelum mir Rabbil'aalameen(QS. al-Wāqiʿah:80)
English Sahih International:
[It is] a revelation from the Lord of the worlds. (QS. Al-Waqi'ah, Ayah ৮০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
জগৎ সমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ, (আল ওয়াক্বিয়া, আয়াত ৮০)
Tafsir Ahsanul Bayaan
এটা বিশ্ব-জাহানের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ।
Tafsir Abu Bakr Zakaria
এটা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।
Tafsir Bayaan Foundation
তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।
Muhiuddin Khan
এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।
Zohurul Hoque
এটি এক অবতারণ বিশ্বজগতের প্রভুর কাছ থেকে।