কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ৭৮
Qur'an Surah Al-Waqi'ah Verse 78
আল ওয়াক্বিয়া [৫৬]: ৭৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فِيْ كِتٰبٍ مَّكْنُوْنٍۙ (الواقعة : ٥٦)
- fī
- فِى
- In
- মধ্যে
- kitābin
- كِتَٰبٍ
- a Book
- কিতাবের
- maknūnin
- مَّكْنُونٍ
- well-guarded
- সুরক্ষিত
Transliteration:
Fee kitaabim maknoon(QS. al-Wāqiʿah:78)
English Sahih International:
In a Register well-protected;. (QS. Al-Waqi'ah, Ayah ৭৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(যা লিখিত আছে) সুরক্ষিত কিতাবে, (আল ওয়াক্বিয়া, আয়াত ৭৮)
Tafsir Ahsanul Bayaan
যা আছে সুরক্ষিত কিতাবে।[১]
[১] অর্থাৎ, 'লওহে মাহফূয'এ।
Tafsir Abu Bakr Zakaria
যা আছে সুরক্ষিত কিতাবে [১]।
[১] অর্থাৎ সুরক্ষিত বা গোপন কিতাব। একথা বলে এখানে লাওহে-মাহফুয বোঝানো হয়েছে। এর অর্থ এমন লিখিত বস্তু যা গোপন করে রাখা হয়েছে। অর্থাৎ যা কারো ধরা ছোঁয়ার বাইরে। [কুরতুবী]
Tafsir Bayaan Foundation
যা আছে সুরক্ষিত কিতাবে,
Muhiuddin Khan
যা আছে এক গোপন কিতাবে,
Zohurul Hoque
এক সুরক্ষিত গ্রন্থে।