কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ৬
Qur'an Surah Al-Waqi'ah Verse 6
আল ওয়াক্বিয়া [৫৬]: ৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَكَانَتْ هَبَاۤءً مُّنْۢبَثًّاۙ (الواقعة : ٥٦)
- fakānat
- فَكَانَتْ
- So they become
- অতঃপর তা হবে
- habāan
- هَبَآءً
- dust particles
- ধূলিকণা
- munbathan
- مُّنۢبَثًّا
- dispersing
- বিক্ষিপ্ত
Transliteration:
Fakaanat habaaa'am mumbassaa(QS. al-Wāqiʿah:6)
English Sahih International:
And become dust dispersing, (QS. Al-Waqi'ah, Ayah ৬)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তখন তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। (আল ওয়াক্বিয়া, আয়াত ৬)
Tafsir Ahsanul Bayaan
ফলে ওটা পর্যবসতি হবে উৎক্ষিপ্ত ধূলিকণায়।
Tafsir Abu Bakr Zakaria
অতঃপর তা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায় ;
Tafsir Bayaan Foundation
অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।
Muhiuddin Khan
অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।
Zohurul Hoque
ফলে তা হয়ে যাবে বিক্ষিপ্ত ধূলিকণা,