কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ৫৮
Qur'an Surah Al-Waqi'ah Verse 58
আল ওয়াক্বিয়া [৫৬]: ৫৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَفَرَءَيْتُمْ مَّا تُمْنُوْنَۗ (الواقعة : ٥٦)
- afara-aytum
- أَفَرَءَيْتُم
- Do you see
- তোমরা (ভেবে) দেখেছ কি তাহলে
- mā
- مَّا
- what
- যা
- tum'nūna
- تُمْنُونَ
- you emit?
- তোমরা বীর্যপাত কর
Transliteration:
Afara'aytum maa tumnoon(QS. al-Wāqiʿah:58)
English Sahih International:
Have you seen that which you emit? (QS. Al-Waqi'ah, Ayah ৫৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তোমরা কি ভেবে দেখেছ- তোমরা যে বীর্য নিক্ষেপ কর, (আল ওয়াক্বিয়া, আয়াত ৫৮)
Tafsir Ahsanul Bayaan
তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্বন্ধে?
Tafsir Abu Bakr Zakaria
তোমারা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্বধে?
Tafsir Bayaan Foundation
তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে বীর্যপাত করছ সে সম্পর্কে?
Muhiuddin Khan
তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।
Zohurul Hoque
তোমরা কি তবে ভেবে দেখেছ -- যা তোমরা স্খলন কর?