Skip to content

কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ৫৪

Qur'an Surah Al-Waqi'ah Verse 54

আল ওয়াক্বিয়া [৫৬]: ৫৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَشَارِبُوْنَ عَلَيْهِ مِنَ الْحَمِيْمِۚ (الواقعة : ٥٦)

fashāribūna
فَشَٰرِبُونَ
And drink
অতঃপর পান করবে
ʿalayhi
عَلَيْهِ
over it
তার উপর
mina
مِنَ
[from]
থেকে
l-ḥamīmi
ٱلْحَمِيمِ
the scalding water
ফুটন্ত পানি

Transliteration:

Fashaariboona 'alaihi minal hameem (QS. al-Wāqiʿah:54)

English Sahih International:

And drinking on top of it from scalding water. (QS. Al-Waqi'ah, Ayah ৫৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তার উপর পান করবে ফুটন্ত পানি, (আল ওয়াক্বিয়া, আয়াত ৫৪)

Tafsir Ahsanul Bayaan

তারপর তোমরা পান করবে ফুটন্ত পানি।

Tafsir Abu Bakr Zakaria

তদুপরি তারা পান করবে তার উপর অতি উষ্ণ পানি---

Tafsir Bayaan Foundation

তদুপরি পান করবে প্রচন্ড উত্তপ্ত পানি।

Muhiuddin Khan

অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।

Zohurul Hoque

''তারপর তোমরা তার উপরে পান করবে উত্তপ্ত পানি,