Skip to content

কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ৫৩

Qur'an Surah Al-Waqi'ah Verse 53

আল ওয়াক্বিয়া [৫৬]: ৫৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَۚ (الواقعة : ٥٦)

famāliūna
فَمَالِـُٔونَ
Then will fill
অতঃপর পূর্ণ করবে
min'hā
مِنْهَا
with it
তা দিয়ে
l-buṭūna
ٱلْبُطُونَ
the bellies
পেট সমূহকে

Transliteration:

Famaali'oona minhal butoon (QS. al-Wāqiʿah:53)

English Sahih International:

And filling with it your bellies (QS. Al-Waqi'ah, Ayah ৫৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তা দিয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে, (আল ওয়াক্বিয়া, আয়াত ৫৩)

Tafsir Ahsanul Bayaan

এবং ওটা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে। [১]

[১] অর্থাৎ, দেখতে অতি বীভৎস খেতে অতি বিস্বাদ ও তিক্ত বৃক্ষের খাদ্য যদিও তোমাদের কাছে অতীব অপ্রীতিকর হবে, তবুও প্রচন্ড ক্ষুধার জ্বালায় তাই দিয়েই তোমাদেরকে উদর পূর্ণ করতে হবে।

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর সেটা দ্বারা তারা পেট পূর্ণ করবে,

Tafsir Bayaan Foundation

অতঃপর তা দিয়ে পেট ভর্তি করবে।

Muhiuddin Khan

অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,

Zohurul Hoque

''এবং তাই দিয়ে তোমরা উদর পূর্ণ করবে,