কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ৫২
Qur'an Surah Al-Waqi'ah Verse 52
আল ওয়াক্বিয়া [৫৬]: ৫২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍۙ (الواقعة : ٥٦)
- laākilūna
- لَءَاكِلُونَ
- Will surely eat
- অবশ্যই আহার করবে
- min
- مِن
- from
- থেকে
- shajarin
- شَجَرٍ
- (the) tree
- গাছ
- min
- مِّن
- of
- থেকে
- zaqqūmin
- زَقُّومٍ
- Zaqqum
- যাক্কুমের
Transliteration:
La aakiloona min shaja rim min zaqqoom(QS. al-Wāqiʿah:52)
English Sahih International:
Will be eating from trees of zaqqum (QS. Al-Waqi'ah, Ayah ৫২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে আহার করবে, (আল ওয়াক্বিয়া, আয়াত ৫২)
Tafsir Ahsanul Bayaan
তোমরা অবশ্যই আহার করবে যাক্কুম বৃক্ষ হতে।
Tafsir Abu Bakr Zakaria
তারা অবশ্যই আহার করবে যাক্কূম গাছ থেকে,
Tafsir Bayaan Foundation
তোমরা অবশ্যই যাক্কূম গাছ থেকে খাবে,
Muhiuddin Khan
তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,
Zohurul Hoque
''তোমরা আলবৎ আহার করবে যিক্কুমের গাছের থেকে,