Skip to content

কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ৪৯

Qur'an Surah Al-Waqi'ah Verse 49

আল ওয়াক্বিয়া [৫৬]: ৪৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قُلْ اِنَّ الْاَوَّلِيْنَ وَالْاٰخِرِيْنَۙ (الواقعة : ٥٦)

qul
قُلْ
Say
বলো
inna
إِنَّ
"Indeed
"নিশ্চয়ই
l-awalīna
ٱلْأَوَّلِينَ
the former
পূর্বসূরীকে
wal-ākhirīna
وَٱلْءَاخِرِينَ
and the later people
এবং উত্তরসূরীকে

Transliteration:

Qul innal awwaleena wal aakhireen (QS. al-Wāqiʿah:49)

English Sahih International:

Say, [O Muhammad], "Indeed, the former and later peoples (QS. Al-Waqi'ah, Ayah ৪৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বল- ‘পূর্ববর্তী আর পরবর্তী (আল ওয়াক্বিয়া, আয়াত ৪৯)

Tafsir Ahsanul Bayaan

বল, অবশ্যই পূর্ববর্তিগণ ও পরবর্তিগণ।

Tafsir Abu Bakr Zakaria

বলুন, ‘অবশ্যই পূর্ববর্তিরা ও পরবর্তিরা---

Tafsir Bayaan Foundation

বল, ‘নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা,

Muhiuddin Khan

বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,

Zohurul Hoque

তুমি বলো -- ''নিঃসন্দেহ পূর্ববর্তীরা এবং পরবর্তীরা --