কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ৩৯
Qur'an Surah Al-Waqi'ah Verse 39
আল ওয়াক্বিয়া [৫৬]: ৩৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ (الواقعة : ٥٦)
- thullatun
- ثُلَّةٌ
- A company
- বহুসংখ্যক
- mina
- مِّنَ
- of
- মধ্য হতে
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- the former people
- পূর্ববর্তীদের
Transliteration:
Sullatum minal awwa leen(QS. al-Wāqiʿah:39)
English Sahih International:
A company of the former peoples (QS. Al-Waqi'ah, Ayah ৩৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(যারা হবে) পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক (আল ওয়াক্বিয়া, আয়াত ৩৯)
Tafsir Ahsanul Bayaan
তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্যে হতে। [১]
[১] অর্থাৎ, আদম (আঃ) থেকে নিয়ে নবী করীম (সাঃ) পর্যন্ত মানুষদের মধ্য থেকে অথবা মুহাম্মাদ (সাঃ)-এরই উম্মতের পূর্ববর্তীদের মধ্য থেকে।
Tafsir Abu Bakr Zakaria
তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,
Tafsir Bayaan Foundation
তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
Muhiuddin Khan
তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
Zohurul Hoque
প্রথমকালীনদের থেকে অধিক সংখ্যায়,