কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ৩৮
Qur'an Surah Al-Waqi'ah Verse 38
আল ওয়াক্বিয়া [৫৬]: ৩৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
لِّاَصْحٰبِ الْيَمِيْنِۗ ࣖ (الواقعة : ٥٦)
- li-aṣḥābi
- لِّأَصْحَٰبِ
- For (the) companions
- লোকদের জন্যে
- l-yamīni
- ٱلْيَمِينِ
- (of) the right
- ডানহাতের
Transliteration:
Li as haabil yameen(QS. al-Wāqiʿah:38)
English Sahih International:
For the companions of the right [who are] (QS. Al-Waqi'ah, Ayah ৩৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(এ সব হল) ডান দিকের লোকদের জন্য, (আল ওয়াক্বিয়া, আয়াত ৩৮)
Tafsir Ahsanul Bayaan
ডান হাত-ওয়ালাদের জন্য।
Tafsir Abu Bakr Zakaria
ডানদিকের লোকদের জন্য।
Tafsir Bayaan Foundation
ডানদিকের লোকদের জন্য।
Muhiuddin Khan
ডান দিকের লোকদের জন্যে।
Zohurul Hoque
দক্ষিণপন্থী লোকদের জন্য।