Skip to content

কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ৩৭

Qur'an Surah Al-Waqi'ah Verse 37

আল ওয়াক্বিয়া [৫৬]: ৩৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

عُرُبًا اَتْرَابًاۙ (الواقعة : ٥٦)

ʿuruban
عُرُبًا
Devoted
স্বামীসোহাগিনী
atrāban
أَتْرَابًا
equals in age
সমবয়স্কা

Transliteration:

'Uruban atraabaa (QS. al-Wāqiʿah:37)

English Sahih International:

Devoted [to their husbands] and of equal age, (QS. Al-Waqi'ah, Ayah ৩৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

স্বামী ভক্তা, অনুরক্তা আর সমবয়স্কা, (আল ওয়াক্বিয়া, আয়াত ৩৭)

Tafsir Ahsanul Bayaan

প্রেমময়ী ও সমবয়স্কা। [১]

[১] عُرُبٌ হল عَرُوْبَةٌ এর বহুবচন। এমন নারী, যে তার রূপ-সৌন্দর্য ও অন্যান্য গুণের কারণে স্বীয় স্বামীর কাছে অত্যন্ত প্রিয়া। أَتْرَابٌ হল تِرْبٌ এর বহুবচন। অর্থ সমবয়স্কা। অর্থাৎ, যেসব নারীদেরকে জান্নাতবাসীরা স্ত্রীরূপে পাবে, তারা সবাই সমবয়স্কা হবে। যেমন হাদীসে বর্ণিত হয়েছে যে, সকল জান্নাতী তেত্রিশ বছর বয়সের হবে। (তিরমিযী) অথবা অর্থ হল, নিজ নিজ স্বামীর সমবয়স্কা হবে। উভয় অবস্থাতে অর্থ একই।

Tafsir Abu Bakr Zakaria

সোহাগিনী [১] ও সমবয়স্কা [২],

[১] عرب শব্দটি عروبة এর বহুবচন। অর্থ স্বামী সোহাগিনী ও প্রেমিকা নারী। আরবী ভাষায় এ শব্দটি মেয়েদের সর্বোত্তম মেয়েসুলভ গুণাবলী বুঝাতে বলা হয়। এ শব্দ দ্বারা এমন মেয়েদের বুঝানো হয় যারা কামনীয় স্বভাব ও বিনীত আচরণের অধিকারিনী, সদালাপী, নারীসুলভ আবেগ অনুভূতি সমৃদ্ধা, মনে প্ৰাণে স্বামীগত প্ৰাণ এবং স্বামীও যার প্রতি অনুরাগী।
[কুরতুবী; ইবন কাসীর]

[২] أتراب শব্দটি ترب এর বহুবচন। অর্থ সমবয়স্ক। এর দুটি অর্থ হতে পারে। একটি অর্থ হচ্ছে তারা তাদের স্বামীদের সমবয়সী হবে। অন্য অর্থটি হচ্ছে, তারা পরস্পর সমবয়স্ক হবে। অর্থাৎ জান্নাতের সমস্ত মেয়েদের একই বয়স হবে এবং চিরদিন সেই বয়সেরই থাকবে। যুগপৎ এ দু'টি অর্থই সঠিক হওয়া অসম্ভব নয়। অর্থাৎ এসব জান্নাতী নারী পরস্পরও সমবয়সী হবে এবং তাদের স্বামীদেরকেও তাদের সমবয়সী বানিয়ে দেয়া হবে। [ইবন কাসীর]" জান্নাতবাসীরা জান্নাতে প্ৰবেশ করলে তাদের শরীরে কোন পশম থাকবে না। দাড়ি থাকবে না। ফর্সা শ্বেত বর্ণ হবে। কুঞ্চিত কেশ হবে। কাজল কাল চোখ হবে এবং সবার বয়স ৩৩ বছর হবে” [তিরমিয়ী; ২৫৪৫, মুসনাদে আহমাদ;২/২৯৫]

Tafsir Bayaan Foundation

সোহাগিনী ও সমবয়সী।

Muhiuddin Khan

কামিনী, সমবয়স্কা।

Zohurul Hoque

সোহাগিনী, সমবয়স্কা, --