Skip to content

কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ২৫

Qur'an Surah Al-Waqi'ah Verse 25

আল ওয়াক্বিয়া [৫৬]: ২৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَغْوًا وَّلَا تَأْثِيْمًاۙ (الواقعة : ٥٦)

لَا
Not
না
yasmaʿūna
يَسْمَعُونَ
they will hear
তারা শুনতেপাবে
fīhā
فِيهَا
therein
তার মধ্যে
laghwan
لَغْوًا
vain talk
অসারকথা
walā
وَلَا
and not
এবং না
tathīman
تَأْثِيمًا
sinful (speech)
পাপের (কথা)

Transliteration:

Laa yasma'oona feehaa laghwanw wa laa taaseemaa (QS. al-Wāqiʿah:25)

English Sahih International:

They will not hear therein ill speech or commission of sin – (QS. Al-Waqi'ah, Ayah ২৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সেখানে তারা শুনবে না কোন অনর্থক কথাবার্তা, আর পাপের বুলি, (আল ওয়াক্বিয়া, আয়াত ২৫)

Tafsir Ahsanul Bayaan

তারা শুনবে না কোন অসার অথবা পাপবাক্য।

Tafsir Abu Bakr Zakaria

সেখানে তারা শুনবে না কোন অসার বা পাপবাক্য [১],

[১] এটি জান্নাতের বড় বড় নিয়ামতের একটি। এসব নিয়ামত সম্পর্কে কুরআন মজীদের কয়েকটি স্থানে বর্ণনা করা হয়েছে যে, মানুষের কান সেখানে কোন অনর্থক ও বাজে কথা, মিথ্যা, গীবত, চৌগলিখুরী, অপবাদ, গালি, অহংকার ও বাজে গালগল্প বিদ্রুপ ও উপহাস, তিরস্কার ও বদনামমূলক কথাবার্তা শোনা থেকে রক্ষা পাবে। [যেমন, আল-গাশিয়াহঃ ১১, মারইয়ামঃ ৬২]

Tafsir Bayaan Foundation

তারা সেখানে শুনতে পাবে না কোন বেহুদা কথা, এবং না পাপের কথা;

Muhiuddin Khan

তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।

Zohurul Hoque

তারা সেখানে শুনবে না কোনো খেলোকথা, না কোনো পাপবাক্য, --