Skip to content

কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ১৮

Qur'an Surah Al-Waqi'ah Verse 18

আল ওয়াক্বিয়া [৫৬]: ১৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

بِاَكْوَابٍ وَّاَبَارِيْقَۙ وَكَأْسٍ مِّنْ مَّعِيْنٍۙ (الواقعة : ٥٦)

bi-akwābin
بِأَكْوَابٍ
With vessels
পান পাত্রগুলো নিয়ে
wa-abārīqa
وَأَبَارِيقَ
and jugs
ও কুঁজো
wakasin
وَكَأْسٍ
and a cup
ও পেয়ালা (ভরা)
min
مِّن
from
হতে
maʿīnin
مَّعِينٍ
a flowing stream
প্রবাহিত সূরারঝর্ণা

Transliteration:

Bi akwaabinw wa abaareeq, wa kaasim mim ma'een (QS. al-Wāqiʿah:18)

English Sahih International:

With vessels, pitchers and a cup [of wine] from a flowing spring – (QS. Al-Waqi'ah, Ayah ১৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

পানপাত্র, কেটলি আর ঝর্ণার প্রবাহিত স্বচ্ছ সুরায় ভরা পেয়ালা নিয়ে, (আল ওয়াক্বিয়া, আয়াত ১৮)

Tafsir Ahsanul Bayaan

পানপাত্র, কুঁজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে।

Tafsir Abu Bakr Zakaria

পানপাত্র, জগ ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে [১]।

[১] أَكْوَابٌ শব্দটি كُوْبٌ এর বহুবচন। অর্থ গ্লাসের ন্যায় পানপাত্র। أَبَارِيْقٌ শব্দটি إِبْرِيْقٌ এর বহুবচন। এর অর্থ কুজা। এ জাতীয় পাত্রে ধরার ও বের করার জায়গা থাকে। كأس এর অর্থ সুরা পানের পেয়ালা। যদি পানীয় না থাকে তখন তাকে كأس বলা হয় না। معين এর উদ্দেশ্য এই যে, এই পানীয় একটি ঝর্ণা থেকে আনা হবে। [কুরতুবী; ফাতহুল কাদীর; ইবন কাসীর]

জান্নাতের পানপত্র, কুজা, পেয়ালা এ সবই সম্পূর্ণ ভিন্ন ধর্মী হবে। নামে এক হলেও গুণাগুণে হবে আলাদা। তাদের এ সমস্ত সরঞ্জামাদি হবে স্বর্ণ ও রৌপ্য নির্মিত। মহান আল্লাহ বলেন, “স্বর্ণের থালা ও পানিপাত্ৰ নিয়ে তাদেরকে প্ৰদক্ষিণ করা হবে" |সূরা আয-যুখরুফ; ৭১]

আরও বলেন, “তাদেরকে পরিবেশন করা হবে রৌপ্যপাত্রে এবং স্ফটিকের মত স্বচ্ছ পানপাত্ৰে--- রজতশুভ্র স্ফটিক পাত্রে, পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে তা পূর্ণ করবে।” [সূরা আল-ইনসান; ১৫]

হাদীসেও এ সমস্ত পাত্রের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “মুমিনের জন্য জান্নাতে এমন একটি তাঁবু থাকবে, যা এমন একটি মুক্তা দিয়ে তৈরী হয়েছে যে মুক্তার মাঝখানে খালি করা হয়েছে। ... আর রৌপ্যের দু'টি জান্নাত থাকবে সেগুলোর পেয়ালা ও অন্যান্য প্রসাধনী সবই রৌপ্যের। অনুরূপভাবে দু'টি স্বর্ণ নির্মিত জান্নাত থাকবে, যার পেয়ালা ও অন্যান্য প্রসাধনী সবই স্বর্ণের।” [বুখারী; ৪৮৭৮, মুসলিম; ১৮০]

Tafsir Bayaan Foundation

পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে,

Muhiuddin Khan

পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,

Zohurul Hoque

পানপাত্র ও সোরাই নিয়ে ও নির্মল পানীয়ের পেয়ালা।