Skip to content

কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ১৬

Qur'an Surah Al-Waqi'ah Verse 16

আল ওয়াক্বিয়া [৫৬]: ১৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

مُّتَّكِـِٕيْنَ عَلَيْهَا مُتَقٰبِلِيْنَ (الواقعة : ٥٦)

muttakiīna
مُّتَّكِـِٔينَ
Reclining
হেলানদিয়ে বসবে
ʿalayhā
عَلَيْهَا
on them
তার উপর
mutaqābilīna
مُتَقَٰبِلِينَ
facing each other
মুখোমুখি হয়ে

Transliteration:

Muttaki'eena 'alaihaa mutaqabileen (QS. al-Wāqiʿah:16)

English Sahih International:

Reclining on them, facing each other. (QS. Al-Waqi'ah, Ayah ১৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাতে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখী হয়ে। (আল ওয়াক্বিয়া, আয়াত ১৬)

Tafsir Ahsanul Bayaan

তারা আসনে হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে।[১]

[১] مَوْضُوْنَةٌ নির্মিত, খচিত। অর্থাৎ, উল্লিখিত জান্নাতীরা সোনার তার দিয়ে তৈরী করা এবং সোনা-মণি-রত্ন খচিত আসনে পরস্পরের মুখোমুখি হয়ে বালিশের উপর হেলান দিয়ে বসবে। অর্থাৎ, সামনা-সামনি, পরস্পর পিছন করে নয়।

Tafsir Abu Bakr Zakaria

তারা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে [১]।

[১] উপরোক্ত দু আয়াতে জান্নাতের আসনসমূহ কেমন হবে তার বর্ণনা দেয়া হয়েছে। বিশেষ করে নৈকট্যপ্রাপ্তদের আসন কেমন হবে তার বর্ণনা এসেছে। জান্নাতের অট্টালিকাসমূহ, তার বাগানসমূহে বসার জায়গা কিভাবে চিত্তাকর্ষকভাবে সাজানো হয়েছে পবিত্র কুরআনের বিভিন্নস্থানে তার বিবরণ এসেছে। এ আয়াতসমূহে মহান আল্লাহ বলেন, “স্বর্ণ-খচিত আসনে, ওরা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে” অন্যত্র বলেন, “উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা, প্রস্তুত থাকবে পানপাত্ৰ, সারি সারি উপাধান, এবং বিছানা গালিচা;” |সূরা আল-গাসিয়াহ; ১৩-১৬]

আরও বলেন, “সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট ফরাশে, দুই উদ্যানের ফল হবে কাছাকাছি।” [সূরা আর-রাহমান; ৫৪] আরও বলেন, “তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে; আমি তাদের মিলন ঘটাব আয়তলোচনা হূরের সংগে;” [সূরা আত-তূর; ২০]

“এভাবে ঠেস লাগিয়ে বসে তারা পরস্পর ভাই ভাই হিসেবে অবস্থান করবে। মহান আল্লাহ্‌ বলেন, “আর আমরা তাদের অন্তর হতে বিদ্বেষ দূর করব; তারা ভাইয়ের মত পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে,” [সূরা আল-হিজর; ৪৭] “ওরা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে।” [সূরা আর-রাহমান; ৭৬] “সেখানে সমাসীন হবে সুসজ্জিত আসনে; কত সুন্দর পুরস্কার ও উত্তম আশ্রয়স্থল!” [সূরা আল-কাহাফ; ৩১]

Tafsir Bayaan Foundation

তারা সেখানে হেলান দিয়ে আসীন থাকবে মুখোমুখি অবস্থায়।

Muhiuddin Khan

তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।

Zohurul Hoque

তাতে তারা হেলান দিয়ে আসন গ্রহণ করবে পরস্পর মুখোমুখি হয়ে।