Skip to content

কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ১৩

Qur'an Surah Al-Waqi'ah Verse 13

আল ওয়াক্বিয়া [৫৬]: ১৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ (الواقعة : ٥٦)

thullatun
ثُلَّةٌ
A company
বেশিসংখ্যক
mina
مِّنَ
of
মধ্য হতে
l-awalīna
ٱلْأَوَّلِينَ
the former people
পূর্ববর্তীদের

Transliteration:

Sullatum minal awwaleen (QS. al-Wāqiʿah:13)

English Sahih International:

A [large] company of the former peoples (QS. Al-Waqi'ah, Ayah ১৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক। (আল ওয়াক্বিয়া, আয়াত ১৩)

Tafsir Ahsanul Bayaan

বহুসংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে

Tafsir Abu Bakr Zakaria

বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে ;

Tafsir Bayaan Foundation

বহুসংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,

Muhiuddin Khan

তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।

Zohurul Hoque

প্রথমকালীনদের থেকে অধিক সংখ্যায়,