কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ১
Qur'an Surah Al-Waqi'ah Verse 1
আল ওয়াক্বিয়া [৫৬]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُۙ (الواقعة : ٥٦)
- idhā
- إِذَا
- When
- যখন
- waqaʿati
- وَقَعَتِ
- occurs
- ঘটবে
- l-wāqiʿatu
- ٱلْوَاقِعَةُ
- the Event
- ঘটনাটি (কিয়ামত)
Transliteration:
Izaa waqa'atil waaqi'ah(QS. al-Wāqiʿah:1)
English Sahih International:
When the Occurrence occurs, (QS. Al-Waqi'ah, Ayah ১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে, (আল ওয়াক্বিয়া, আয়াত ১)
Tafsir Ahsanul Bayaan
যখন সংঘটিতব্য (কিয়ামত) সংঘটিত হবে। [১]
[১] وَاقِعَة কিয়ামতের নামসমূহের অন্যতম নাম। কেননা, তা অবশ্যই সংঘটিত হবে। তাই তার এই নাম।
Tafsir Abu Bakr Zakaria
যখন সংঘটিত হবে কিয়ামত [১],
হাদীসে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, হে আল্লাহর রাসূল! আপনি বৃদ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, আমাকে হূদ, আল-ওয়াকি”আহ, আল-মুরসিলাত, ‘আম্মা ইয়াতাছাআলুনা এবং ইযাসসামছু কুওয়িরাত বৃদ্ধ করে দিয়েছে।” [তিরমিয়ী; ৩২৯৭] অপর হাদীসে জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, ‘তোমরা বর্তমানে যেভাবে সালাত আদায় কর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তেমনি সালাত আদায় করতেন; তবে তিনি অনেকটা হাল্কা করতেন। তার সালাত তোমাদের সালাতের চেয়ে অধিক হাল্কা ছিল। অবশ্য তিনি ফজরের সালাতে সূরা আল-ওয়াকি'আহ এবং এ জাতীয় সূরা পড়তেন।’ [মুসনাদে আহমাদ; ৫/১০৪]
[১] الواقعة শব্দটির অভিধানিক অর্থ হচ্ছে, “যা ঘটা অবশ্যম্ভাবী"।। এখানে الواقعة বলে কিয়ামত বোঝানো হয়েছে। ওয়াকি'আহ কেয়ামতের অন্যতম নাম। কেননা, এর বাস্তবতায় কোনরূপ সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই। [ফাতহুল কাদীর]
Tafsir Bayaan Foundation
যখন কিয়ামত সংঘটিত হবে।
Muhiuddin Khan
যখন কিয়ামতের ঘটনা ঘটবে,
Zohurul Hoque
যখন বিরাট ঘটনাটি ঘটবে, --