Skip to content

কুরআন মজীদ সূরা আর রহমান আয়াত ৮

Qur'an Surah Ar-Rahman Verse 8

আর রহমান [৫৫]: ৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَلَّا تَطْغَوْا فِى الْمِيْزَانِ (الرحمن : ٥٥)

allā
أَلَّا
That not
(ঐকান্তিক দাবি) না যেন
taṭghaw
تَطْغَوْا۟
you may transgress
তোমরা সীমা লঙ্ঘন কর
فِى
in
মধ্যে
l-mīzāni
ٱلْمِيزَانِ
the balance
মানদণ্ডের

Transliteration:

Allaa tatghaw fil meezaan (QS. ar-Raḥmān:8)

English Sahih International:

That you not transgress within the balance. (QS. Ar-Rahman, Ayah ৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যাতে তোমরা মানদন্ডে সীমালঙ্ঘন না কর, (আর রহমান, আয়াত ৮)

Tafsir Ahsanul Bayaan

যাতে তোমরা ওজনে সীমালংঘন না কর। [১]

[১] অর্থাৎ, ওজনে ন্যায়পরায়ণতার গন্ডি অতিক্রম না কর।

Tafsir Abu Bakr Zakaria

যাতে তোমরা সীমালজান না কর দাঁড়িপাল্লায়।

Tafsir Bayaan Foundation

যাতে তোমরা দাঁড়িপাল্লায় সীমালঙ্ঘন না কর।

Muhiuddin Khan

যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।

Zohurul Hoque

যেন তোমরা মাপকাঠিতে উল্লঙ্ঘন না করো।