কুরআন মজীদ সূরা আর রহমান আয়াত ৭৪
Qur'an Surah Ar-Rahman Verse 74
আর রহমান [৫৫]: ৭৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَاۤنٌّۚ (الرحمن : ٥٥)
- lam
- لَمْ
- Not
- নি
- yaṭmith'hunna
- يَطْمِثْهُنَّ
- has touched them
- তাদের স্পর্শ করেছে
- insun
- إِنسٌ
- any man
- কোন মানুষ
- qablahum
- قَبْلَهُمْ
- before them
- তাদের পূর্বে
- walā
- وَلَا
- and not
- আর না
- jānnun
- جَآنٌّ
- any jinn
- কোন জিন
Transliteration:
Lam yatmis hunna insun qablahum wa laa jaaann(QS. ar-Raḥmān:74)
English Sahih International:
Untouched before them by man or jinni . (QS. Ar-Rahman, Ayah ৭৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
পূর্বে যাদেরকে স্পর্শ কোন মানুষেও করেনি, কোন জ্বিনেও করেনি। (আর রহমান, আয়াত ৭৪)
Tafsir Ahsanul Bayaan
তাদেরকে তাদের পূর্বে কোন মানুষ অথবা জ্বিন স্পর্শ করেনি।
Tafsir Abu Bakr Zakaria
এদেরকে এর আগে কোন মানুষ অথবা জিন স্পর্শ করেনি।
Tafsir Bayaan Foundation
যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোন জিন ।
Muhiuddin Khan
কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।
Zohurul Hoque
এদের আগে কোনো মানুষ তাদের স্পর্শ করে নি, আর জিনও নয়।