কুরআন মজীদ সূরা আর রহমান আয়াত ৬৪
Qur'an Surah Ar-Rahman Verse 64
আর রহমান [৫৫]: ৬৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
مُدْهَاۤمَّتٰنِۚ (الرحمن : ٥٥)
- mud'hāmmatāni
- مُدْهَآمَّتَانِ
- Dark green
- (এ দুই) ঘন সবুজ বাগান
Transliteration:
Mudhaaammataan(QS. ar-Raḥmān:64)
English Sahih International:
Dark green [in color]. (QS. Ar-Rahman, Ayah ৬৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
ঘন সবুজ এ বাগান দু’টো। (আর রহমান, আয়াত ৬৪)
Tafsir Ahsanul Bayaan
কৃষ্ণবরণ ঘন সবুজ এ (জান্নাতের) বাগান দুটি; [১]
[১] অত্যধিক সতেজ ও ঘন সবুজ হওয়ার কারণে তা কালো মত দেখাবে।
Tafsir Abu Bakr Zakaria
ঘন সবুজ এ উদ্যান দুটি [১]।
[১] ঘন সবুজের কারণে যে কালো রঙ দৃষ্টিগোচর হয়, তাকে ادهمام বলা হয়। অর্থাৎ এই উদ্যানদ্বয়ের ঘন সবুজতা এদের কালোমত হওয়ার কারণ হবে। [কুরতুবী; ফাতহুল কাদীর]
Tafsir Bayaan Foundation
জান্নাত দু’টি গাঢ় সবুজ।
Muhiuddin Khan
কালোমত ঘন সবুজ।
Zohurul Hoque
দুটোই গাঢ়-সবুজ।