কুরআন মজীদ সূরা আর রহমান আয়াত ১৯
Qur'an Surah Ar-Rahman Verse 19
আর রহমান [৫৫]: ১৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيٰنِۙ (الرحمن : ٥٥)
- maraja
- مَرَجَ
- He released
- প্রবাহিত করেছেন
- l-baḥrayni
- ٱلْبَحْرَيْنِ
- the two seas
- দুই সমুদ্রকে
- yaltaqiyāni
- يَلْتَقِيَانِ
- meeting
- পরস্পরে মিলিত হয়
Transliteration:
Marajal bahrayni yalta qiyaani(QS. ar-Raḥmān:19)
English Sahih International:
He released the two seas, meeting [one another]; (QS. Ar-Rahman, Ayah ১৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
দু’টি সমুদ্রকে তিনিই প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়, (আর রহমান, আয়াত ১৯)
Tafsir Ahsanul Bayaan
তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয়,
Tafsir Abu Bakr Zakaria
তিনি প্রবাহিত করেন দুই সমুদ্র যারা পরস্পর মিলিত হয়,
Tafsir Bayaan Foundation
তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন, যারা পরস্পর মিলিত হয়।
Muhiuddin Khan
তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।
Zohurul Hoque
তিনি প্রবাহিত করেছেন দুই জলরাশিকে --