কুরআন মজীদ সূরা আল ক্বামার আয়াত ৪৮
Qur'an Surah Al-Qamar Verse 48
আল ক্বামার [৫৪]: ৪৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
يَوْمَ يُسْحَبُوْنَ فِى النَّارِ عَلٰى وُجُوْهِهِمْۗ ذُوْقُوْا مَسَّ سَقَرَ (القمر : ٥٤)
- yawma
- يَوْمَ
- (The) Day
- যেদিন
- yus'ḥabūna
- يُسْحَبُونَ
- they will be dragged
- (তাদেরকে) টেনে নেওয়া হবে
- fī
- فِى
- into
- মধ্যে
- l-nāri
- ٱلنَّارِ
- the Fire
- আগুনের
- ʿalā
- عَلَىٰ
- on
- উপর
- wujūhihim
- وُجُوهِهِمْ
- their faces
- তাদের মুখের (ভর করে)
- dhūqū
- ذُوقُوا۟
- "Taste
- "(বলা হবে) স্বাদ নাও
- massa
- مَسَّ
- (the) touch
- স্পর্শের
- saqara
- سَقَرَ
- (of) Hell"
- জাহান্নামের"
Transliteration:
Yawma yushaboona fin Naari'alaa wujoohimim zooqoo massa saqar(QS. al-Q̈amar:48)
English Sahih International:
The Day they are dragged into the Fire on their faces [it will be said], "Taste the touch of Saqar." (QS. Al-Qamar, Ayah ৪৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যেদিন তাদেরকে মুখের ভরে আগুনের মধ্যে হিঁচড়ে টেনে আনা হবে (তখন বলা হবে) ‘জাহান্নামের স্পর্শ আস্বাদন কর।’ (আল ক্বামার, আয়াত ৪৮)
Tafsir Ahsanul Bayaan
যেদিন তাদেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে; (সেদিন বলা হবে,) ‘সাক্বার (জাহান্নামে)র যন্ত্রণা আস্বাদন কর।’ [১]
[১] سَقَرٌ জাহান্নামের নাম। অর্থাৎ, তার উত্তাপ এবং কঠিন শাস্তির স্বাদ আস্বাদন কর।
Tafsir Abu Bakr Zakaria
যেদিন তাদেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে ; সেদিন বলা হবে, ‘জাহান্নামের যন্ত্রণা আস্বাদন কর।’
Tafsir Bayaan Foundation
সেদিন তাদেরকে উপুড় করে টেনে হিঁচড়ে জাহান্নামে নেয়া হবে। (বলা হবে) জাহান্নামের ছোঁয়া আস্বাদন কর।
Muhiuddin Khan
যেদিন তাদেরকে মুখ হিঁচড়ে টেনে নেয়া হবে জাহান্নামে, বলা হবেঃ অগ্নির খাদ্য আস্বাদন কর।
Zohurul Hoque
সেই দিন তাদের মুখ হেচঁড়ে তাদের টেনে নিয়ে যাওয়া হবে আগুনের মধ্যে -- ''জ্বালাময় আগুনের স্পর্শ আস্বাদন করো!’’