কুরআন মজীদ সূরা আল ক্বামার আয়াত ৩৩
Qur'an Surah Al-Qamar Verse 33
আল ক্বামার [৫৪]: ৩৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ ۢبِالنُّذُرِ (القمر : ٥٤)
- kadhabat
- كَذَّبَتْ
- Denied
- মিথ্যারোপ করেছিল
- qawmu
- قَوْمُ
- (the) people
- জাতি
- lūṭin
- لُوطٍۭ
- (of) Lut
- লূতের
- bil-nudhuri
- بِٱلنُّذُرِ
- the warnings
- সতর্কবাণীকে
Transliteration:
Kazzabat qawmu lootim binnuzur(QS. al-Q̈amar:33)
English Sahih International:
The people of Lot denied the warning. (QS. Al-Qamar, Ayah ৩৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
লূতের জাতি সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল, (আল ক্বামার, আয়াত ৩৩)
Tafsir Ahsanul Bayaan
লূত সম্প্রদায় মিথ্যা মনে করেছিল সতর্ককারীদেরকে।
Tafsir Abu Bakr Zakaria
লুত সম্প্রদায় মিথ্যারোপ করেছিল সতর্ককারীদের প্রতি,
Tafsir Bayaan Foundation
লূতের কওম সতর্ককারীদেরকে মিথ্যাবাদী বলেছিল।
Muhiuddin Khan
লূত-সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
Zohurul Hoque
লুত-এর লোকদলও সতর্কীকরণ প্রত্যাখ্যান করেছিল।