কুরআন মজীদ সূরা আল ক্বামার আয়াত ২০
Qur'an Surah Al-Qamar Verse 20
আল ক্বামার [৫৪]: ২০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
تَنْزِعُ النَّاسَۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِرٍ (القمر : ٥٤)
- tanziʿu
- تَنزِعُ
- Plucking out
- উৎখাত করে
- l-nāsa
- ٱلنَّاسَ
- men
- মানুষকে
- ka-annahum
- كَأَنَّهُمْ
- as if they (were)
- তারা যেন
- aʿjāzu
- أَعْجَازُ
- trunks
- কাণ্ডসমূহ
- nakhlin
- نَخْلٍ
- (of) date-palms
- খেজুরগাছের
- munqaʿirin
- مُّنقَعِرٍ
- uprooted
- উপড়ানো (মূল হতে)
Transliteration:
Tanzi;un naasa ka anna huma'jaazu nakhlim munqa'ir(QS. al-Q̈amar:20)
English Sahih International:
Extracting the people as if they were trunks of palm trees uprooted. (QS. Al-Qamar, Ayah ২০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
মানুষকে তা উৎপাটিত করেছিল যেন তারা উৎপাটিত খেজুর গাছের কান্ড। (আল ক্বামার, আয়াত ২০)
Tafsir Ahsanul Bayaan
তা মানুষকে উৎখাত করেছিল উৎপাটিত খেজুর কান্ডের ন্যায়। [১]
[১] এতে তাদের দেহের উচ্চতার সাথে সাথে অক্ষমতার কথাও তুলে ধরা হয়েছে। আল্লাহর শাস্তির মোকাবেলায় তারা কিছুই করতে পারেনি। অথচ তারা নিজের শক্তি-সামর্থ্যের ব্যাপারে চরম অহংকারী ছিল। أَعْجَازُ হল عِجْزٌ এর বহুবচন। কোন জিনিসের পিছনের অংশকে বলা হয়। مُنْقَعِرٌ যে স্বীয় মূল থেকে উপড়ে যাওয়া বা কেটে যাওয়া। অর্থাৎ, উৎপাটিত খেজুরের কান্ডের (বা কাটা গুঁড়ির) মত তাদের লাশগুলো মাটিতে পড়েছিল।
Tafsir Abu Bakr Zakaria
তা মানুষকে উৎখাত করেছিল যেন তারা উৎপাটিত খেজুর গাছের কান্ড।
Tafsir Bayaan Foundation
তা মানুষকে উৎখাত করেছিল। যেন তারা উৎপাটিত খেজুরগাছের কান্ড।
Muhiuddin Khan
তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড।
Zohurul Hoque
যা মানুষকে উড়িয়ে নিয়েছিল, যেন তারা ছিল উৎপাটিত খেজুরগাছের গুঁড়ি।