Skip to content

কুরআন মজীদ সূরা আল ক্বামার আয়াত ১৬

Qur'an Surah Al-Qamar Verse 16

আল ক্বামার [৫৪]: ১৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَكَيْفَ كَانَ عَذَابِيْ وَنُذُرِ (القمر : ٥٤)

fakayfa
فَكَيْفَ
So how
তখন কেমন
kāna
كَانَ
was
ছিল
ʿadhābī
عَذَابِى
My punishment
আমার শাস্তি(তা লক্ষ্য কর)
wanudhuri
وَنُذُرِ
and My warnings?
ও আমার সতর্ক বাণী

Transliteration:

Fakaifa kaana 'azaabee wa nuzur (QS. al-Q̈amar:16)

English Sahih International:

And how [severe] were My punishment and warning. (QS. Al-Qamar, Ayah ১৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কত ভয়ংকর ছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন। (আল ক্বামার, আয়াত ১৬)

Tafsir Ahsanul Bayaan

সুতরাং কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!

Tafsir Abu Bakr Zakaria

সুতরাং কী কঠোর ছিল আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন !

Tafsir Bayaan Foundation

অতএব আমার আযাব ও ভয় প্রদর্শন কেমন ছিল?

Muhiuddin Khan

কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।

Zohurul Hoque

সুতরাং কেমন হয়েছিল আমার শাস্তি ও আমার সতর্কীকরণ!