Skip to content

কুরআন মজীদ সূরা আল ক্বামার আয়াত ১৪

Qur'an Surah Al-Qamar Verse 14

আল ক্বামার [৫৪]: ১৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

تَجْرِيْ بِاَعْيُنِنَاۚ جَزَاۤءً لِّمَنْ كَانَ كُفِرَ (القمر : ٥٤)

tajrī
تَجْرِى
Sailing
চলে
bi-aʿyuninā
بِأَعْيُنِنَا
before Our eyes
আমাদের পর্যবেক্ষণে
jazāan
جَزَآءً
a reward
পুরস্কার
liman
لِّمَن
for (he) who
তার জন্য যে
kāna
كَانَ
was
হয়েছিল
kufira
كُفِرَ
denied
প্রত্যাখ্যাত

Transliteration:

Tajree bi a'yuninaa jazaaa 'al liman kaana kufir (QS. al-Q̈amar:14)

English Sahih International:

Sailing under Our observation as reward for he who had been denied. (QS. Al-Qamar, Ayah ১৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যা আমার চোখের সামনে (ও আমার তত্ত্বাবধানে) ভেসে চলল সেই ব্যক্তির পক্ষে প্রতিশোধ হিসেবে যাকে অমান্য ও অস্বীকার করা হয়েছিল। (আল ক্বামার, আয়াত ১৪)

Tafsir Ahsanul Bayaan

যা চলল আমার চোখের সামনে, এ ছিল অবিশ্বাসীদের প্রতিফল।

Tafsir Abu Bakr Zakaria

যা চলত আমাদের চোখের সামনে ; এটা পুরস্কার তাঁর জন্য, যার সাথে কুফরী করা হয়েছিল।

Tafsir Bayaan Foundation

যা আমার চাক্ষুস তত্ত্বাবধানে চলত, তার জন্য পুরস্কারস্বরূপ, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল।

Muhiuddin Khan

যা চলত আমার দৃষ্টি সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যখ্যান করা হয়েছিল।

Zohurul Hoque

তা ভেসে চলেছিল আমাদের চোখের সামনে, -- এক প্রতিদান তাঁর জন্য যাঁকে প্রত্যাখ্যান করা হয়েছিল।