Skip to content

সূরা আল ক্বামার - Page: 6

Al-Qamar

(al-Q̈amar)

৫১

وَلَقَدْ اَهْلَكْنَآ اَشْيَاعَكُمْ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ٥١

walaqad
وَلَقَدْ
এবং নিশ্চয়ই
ahlaknā
أَهْلَكْنَآ
আমরা ধ্বংস করেছি
ashyāʿakum
أَشْيَاعَكُمْ
তোমাদের (মত) দলগুলোকে
fahal
فَهَلْ
কি তবে (আছে)
min
مِن
কোনো
muddakirin
مُّدَّكِرٍ
উপদেশগ্রহণকারী (এ হতে)
আমি তোমাদের মত দলগুলোকে ইতোপূর্বে ধ্বংস করেছি, কাজেই উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? ([৫৪] আল ক্বামার: ৫১)
ব্যাখ্যা
৫২

وَكُلُّ شَيْءٍ فَعَلُوْهُ فِى الزُّبُرِ ٥٢

wakullu
وَكُلُّ
এবং প্রত্যেক
shayin
شَىْءٍ
জিনিস
faʿalūhu
فَعَلُوهُ
যা তারা করেছে
فِى
মধ্যে আছে
l-zuburi
ٱلزُّبُرِ
খাতাসমূহের (লিপিবদ্ধ)
তারা যা কিছু করেছে তা আছে ‘আমালনামায়, ([৫৪] আল ক্বামার: ৫২)
ব্যাখ্যা
৫৩

وَكُلُّ صَغِيْرٍ وَّكَبِيْرٍ مُّسْتَطَرٌ ٥٣

wakullu
وَكُلُّ
এবং প্রত্যেক
ṣaghīrin
صَغِيرٍ
ছোট
wakabīrin
وَكَبِيرٍ
ও বড় (কথা)
mus'taṭarun
مُّسْتَطَرٌ
লিখিত (আছে)
ছোট আর বড় সবই আছে লিপিবদ্ধ। ([৫৪] আল ক্বামার: ৫৩)
ব্যাখ্যা
৫৪

اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ جَنّٰتٍ وَّنَهَرٍۙ ٥٤

inna
إِنَّ
নিশ্চয়ই
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
মুত্তাকীরা (হবে)
فِى
মধ্যে
jannātin
جَنَّٰتٍ
জান্নাতসমূহের
wanaharin
وَنَهَرٍ
ও ঝর্ণাসমূহে
মুত্তাক্বীরা থাকবে বাগান আর ঝর্ণাধারার মাঝে, ([৫৪] আল ক্বামার: ৫৪)
ব্যাখ্যা
৫৫

فِيْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيْكٍ مُّقْتَدِرٍ ࣖ ٥٥

فِى
মধ্যে
maqʿadi
مَقْعَدِ
আসনের
ṣid'qin
صِدْقٍ
যোগ্য (মর্যাদায়)
ʿinda
عِندَ
নিকটে
malīkin
مَلِيكٍ
সম্রাটের
muq'tadirin
مُّقْتَدِرٍۭ
মহাশক্তিমান
প্রকৃত সম্মান ও মর্যাদার স্থানে, সর্বময় কর্তৃত্বের অধিকারী (আল্লাহ)’র নিকটে। ([৫৪] আল ক্বামার: ৫৫)
ব্যাখ্যা