Skip to content

কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ৮

Qur'an Surah An-Najm Verse 8

আন-নাজম [৫৩]: ৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ثُمَّ دَنَا فَتَدَلّٰىۙ (النجم : ٥٣)

thumma
ثُمَّ
Then
এরপর
danā
دَنَا
he approached
সে কাছে এল
fatadallā
فَتَدَلَّىٰ
and came down
অতঃপর শূন্যে ভেসে রইল

Transliteration:

Summa danaa fatadalla (QS. an-Najm:8)

English Sahih International:

Then he approached and descended (QS. An-Najm, Ayah ৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর সে (নবীর) নিকটবর্তী হল, অতঃপর আসলো আরো নিকটে, (আন-নাজম, আয়াত ৮)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর সে তার (রসূল)এর নিকটবর্তী হল, অতি নিকটবর্তী। [১]

[১] অর্থাৎ, অতঃপর যমীনে অবতরণ করলেন এবং ধীরে ধীরে নবী করীম (সাঃ)-এর নিকটবর্তী হলেন।

Tafsir Abu Bakr Zakaria

তারপর তিনি তার কাছাকাছি হলেন, অতঃপর খুব কাছাকাছি,

Tafsir Bayaan Foundation

তারপর সে নিকটবর্তী হল, অতঃপর আরো কাছে এল।

Muhiuddin Khan

অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।

Zohurul Hoque

তারপর তিনি সন্নিকটে এলেন, অতঃপর তিনি অবনত করলেন,