Skip to content

কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ৫৭

Qur'an Surah An-Najm Verse 57

আন-নাজম [৫৩]: ৫৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَزِفَتِ الْاٰزِفةُ ۚ (النجم : ٥٣)

azifati
أَزِفَتِ
Has approached
নিকটে এসেছে
l-āzifatu
ٱلْءَازِفَةُ
the Approaching Day
নিকটে আগমনকারী (মুহূর্ত অর্থাৎ কিয়ামাত)

Transliteration:

Azifatil laazifah (QS. an-Najm:57)

English Sahih International:

The Approaching Day has approached. (QS. An-Najm, Ayah ৫৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আগমনকারী মুহূর্ত (ক্বিয়ামত) নিকটবর্তী। (আন-নাজম, আয়াত ৫৭)

Tafsir Ahsanul Bayaan

কিয়ামত আসন্ন।

Tafsir Abu Bakr Zakaria

কিয়ামত আসন্ন [১],

[১] আয়াতের শাব্দিক অর্থ দাঁড়ায়, নিকটে আগমনকারী বস্তু নিকটে এসে গেছে। আল্লাহ ব্যতীত কেউ এর গতিরোধ করতে পারবে না। [ইবন কাসীর; মুয়াসসার]। এখানে নিকটে আগমনকারী বলে কেয়ামত বোঝানো হয়েছে। সমগ্ৰ বিশ্বের বয়সের দিক দিয়ে কেয়ামত নিকটে এসে গেছে। [কুরতুবী]

Tafsir Bayaan Foundation

কিয়ামত নিকটবর্তী।

Muhiuddin Khan

কেয়ামত নিকটে এসে গেছে।

Zohurul Hoque

আসন্ন ঘটনা সমাগত,