Skip to content

কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ৫৪

Qur'an Surah An-Najm Verse 54

আন-নাজম [৫৩]: ৫৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَغَشّٰىهَا مَا غَشّٰىۚ (النجم : ٥٣)

faghashāhā
فَغَشَّىٰهَا
So covered them
তাকে অতঃপর ঢেকে দিল
مَا
what
যা
ghashā
غَشَّىٰ
covered
ঢেকে দেওয়ার ছিল

Transliteration:

Faghashshaahaa maa ghashshaa (QS. an-Najm:54)

English Sahih International:

And covered them by that which He covered. (QS. An-Najm, Ayah ৫৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তাকে আচ্ছন্ন করল যা তাকে আচ্ছন্ন করেছে। (আন-নাজম, আয়াত ৫৪)

Tafsir Ahsanul Bayaan

তারপর ওকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার। [১]

[১] অর্থাৎ, তারপর তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়।

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর সেটাকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার [১] !

[১] অর্থাৎ আচ্ছন্ন করে নিল জনপদগুলোকে উল্টে দেয়ার পর। তাদের ওপর প্রস্তর বর্ষণ করা হয়েছিল। [কুরতুবী]

Tafsir Bayaan Foundation

অতঃপর সেটাকে আচ্ছন্ন করেছিল, যা আচ্ছন্ন করার ছিল।

Muhiuddin Khan

অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।

Zohurul Hoque

ফলে তাদের তিনি ঢেকে দিয়েছিলেন যা ঢেকে দেয়।