কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ৫০
Qur'an Surah An-Najm Verse 50
আন-নাজম [৫৩]: ৫০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَاَنَّهٗٓ اَهْلَكَ عَادًا ۨالْاُوْلٰىۙ (النجم : ٥٣)
- wa-annahu
- وَأَنَّهُۥٓ
- And that He
- এবং (এও) যে
- ahlaka
- أَهْلَكَ
- destroyed
- তিনি ধ্বংস করেছেন
- ʿādan
- عَادًا
- Aad
- আদকে
- l-ūlā
- ٱلْأُولَىٰ
- the first
- প্রথম
Transliteration:
Wa annahooo ahlak a 'Aadanil oolaa(QS. an-Najm:50)
English Sahih International:
And that He destroyed the first [people of] Aad. (QS. An-Najm, Ayah ৫০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছিলেন, (আন-নাজম, আয়াত ৫০)
Tafsir Ahsanul Bayaan
আর এই যে, তিনিই প্রথম আ’দ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন। [১]
[১] এখানে আ'দ জাতিকে প্রথম এই জন্য বলা হয়েছে যে, এদের ধ্বংস সামূদ জাতির পূর্বে হয়েছে। অথবা এই কারণে যে, নূহ (আঃ)-এর জাতির পর সর্বপ্রথম এদেরকেই ধ্বংস করা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে, আ'দ নামে দু'টি জাতি গত হয়েছে। এরা ছিল প্রথম, যাদেরকে প্রচন্ড বায়ু দ্বারা ধ্বংস করা হয়েছে। পক্ষান্তরে দ্বিতীয়টি কালচক্রের সাথে বিভিন্ন নামে নামান্তরিত হয়ে চলতে থাকে এবং বিচ্ছিন্নভাবে বিদ্যমান থাকে।
Tafsir Abu Bakr Zakaria
আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন,
Tafsir Bayaan Foundation
আর তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছেন।
Muhiuddin Khan
তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,
Zohurul Hoque
আর এই যে, তিনিই ধ্বংস করেছিলেন প্রাচীনকালের 'আদ-জাতিকে,