Skip to content

কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ৪৬

Qur'an Surah An-Najm Verse 46

আন-নাজম [৫৩]: ৪৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

مِنْ نُّطْفَةٍ اِذَا تُمْنٰىۙ (النجم : ٥٣)

min
مِن
From
হতে
nuṭ'fatin
نُّطْفَةٍ
a drop
এক ফোঁটা শুক্রবিন্দু
idhā
إِذَا
when
যখন
tum'nā
تُمْنَىٰ
it is emitted
স্খলিত হয়

Transliteration:

Min nutfatin izaa tumnaa (QS. an-Najm:46)

English Sahih International:

From a sperm-drop when it is emitted (QS. An-Najm, Ayah ৪৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এক ফোঁটা শুক্র হতে যখন তা নিক্ষিপ্ত হয় (আন-নাজম, আয়াত ৪৬)

Tafsir Ahsanul Bayaan

শুক্রবিন্দু হতে যখন তা স্খলিত হয়।

Tafsir Abu Bakr Zakaria

শুক্রবিন্দু হতে, যখন তা স্থলিত হয়,

Tafsir Bayaan Foundation

শুক্রবিন্দু থেকে যখন তা নিক্ষিপ্ত হয়।

Muhiuddin Khan

একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।

Zohurul Hoque

শুক্রকীট থেকে যখন তাকে বিন্যাস করা হয়,