কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ৪৫
Qur'an Surah An-Najm Verse 45
আন-নাজম [৫৩]: ৪৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰى (النجم : ٥٣)
- wa-annahu
- وَأَنَّهُۥ
- And that He
- এবং (এও) যে
- khalaqa
- خَلَقَ
- created
- তিনি সৃষ্টি করেছেন
- l-zawjayni
- ٱلزَّوْجَيْنِ
- the pairs
- দুই যুগল
- l-dhakara
- ٱلذَّكَرَ
- the male
- পুরুষ
- wal-unthā
- وَٱلْأُنثَىٰ
- and the female
- ও নারী
Transliteration:
Wa annahoo khalaqaz zawjainiz zakara wal unsaa(QS. an-Najm:45)
English Sahih International:
And that He creates the two mates – the male and female – (QS. An-Najm, Ayah ৪৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর এই যে, তিনিই সৃষ্টি করেন জোড়া- পুরুষ আর নারী, (আন-নাজম, আয়াত ৪৫)
Tafsir Ahsanul Bayaan
আর এই যে, তিনিই সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী--
Tafsir Abu Bakr Zakaria
আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল---পুরুষ ও নারী
Tafsir Bayaan Foundation
আর তিনিই যুগল সৃষ্টি করেন- পুরুষ ও নারী।
Muhiuddin Khan
এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।
Zohurul Hoque
আর এই যে, তিনিই সৃষ্টি করেছেন জোড়ায়-জোড়ায় নর ও নারী, --