Skip to content

কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ৪১

Qur'an Surah An-Najm Verse 41

আন-নাজম [৫৩]: ৪১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ثُمَّ يُجْزٰىهُ الْجَزَاۤءَ الْاَوْفٰىۙ (النجم : ٥٣)

thumma
ثُمَّ
Then
এরপর
yuj'zāhu
يُجْزَىٰهُ
he will be recompensed for it
তাকে প্রতিফল দেয়া হবে
l-jazāa
ٱلْجَزَآءَ
the recompense
প্রতিফল
l-awfā
ٱلْأَوْفَىٰ
the fullest
পূর্ণ

Transliteration:

Summa yujzaahul jazaaa 'al awfaa (QS. an-Najm:41)

English Sahih International:

Then he will be recompensed for it with the fullest recompense – (QS. An-Najm, Ayah ৪১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিফল (আন-নাজম, আয়াত ৪১)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর তাকে দেওয়া হবে পূর্ণ প্রতিদান।

Tafsir Abu Bakr Zakaria

তারপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিদান,

Tafsir Bayaan Foundation

তারপর তাকে পূর্ণ প্রতিফল প্রদান করা হবে।

Muhiuddin Khan

অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে।

Zohurul Hoque

তারপর তাকে প্রতিদান দেওয়া হবে পরিপূর্ণ প্রতিদানে,