কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ৩৮
Qur'an Surah An-Najm Verse 38
আন-নাজম [৫৩]: ৩৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَلَّا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰىۙ (النجم : ٥٣)
- allā
- أَلَّا
- That not
- (তা এই ) যে না
- taziru
- تَزِرُ
- will bear
- বহন করবে
- wāziratun
- وَازِرَةٌ
- a bearer of burdens
- কোনো বহনকারী
- wiz'ra
- وِزْرَ
- (the) burden
- বোঝা
- ukh'rā
- أُخْرَىٰ
- (of) another
- অন্যের
Transliteration:
Allaa taziru waaziratunw wizra ukhraa(QS. an-Najm:38)
English Sahih International:
That no bearer of burdens will bear the burden of another (QS. An-Najm, Ayah ৩৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(সে খবর এই) যে, কোন বোঝা বহনকারী বইবে না অপরের বোঝা। (আন-নাজম, আয়াত ৩৮)
Tafsir Ahsanul Bayaan
তা এই যে, কোন বহনকারী অপরের বোঝা বহন করবে না।
Tafsir Abu Bakr Zakaria
তা এই যে [১], কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না,
[১] এ আয়াত থেকে তিনটি বড় মূলনীতি পাওয়া যায়। কেয়ামতের দিন এক ব্যক্তির শাস্তি অপরের ঘাড়ে চাপানো হবে না এবং অপরের শাস্তি নিজে বরণ করার ক্ষমতাও কারও হবে না। [দেখুন, মুয়াসসার] অন্য এক আয়াতে বলা হয়েছে,
وَإِن تَدْعُ مُثْقَلَةٌ إِلَىٰ حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ [সূরা ফাতির;১৮]
অর্থাৎ কোন শক্তি যদি পাপের বোঝায় ভারাক্রান্ত হয়ে অপরকে অনুরোধ করে যে, আমার কিছু বোঝা তুমি বহন কর, তবে তার বোঝার কিয়দংশও বহন করার সাধ্য কারও হবে না।
Tafsir Bayaan Foundation
তা এই যে, কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না।
Muhiuddin Khan
কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না।
Zohurul Hoque
যথা কোনো ভারবাহী অন্যের বোঝা বহন করবে না,