Skip to content

কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ৩৭

Qur'an Surah An-Najm Verse 37

আন-নাজম [৫৩]: ৩৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاِبْرٰهِيْمَ الَّذِيْ وَفّٰىٓ ۙ (النجم : ٥٣)

wa-ib'rāhīma
وَإِبْرَٰهِيمَ
And Ibrahim
ও ইবরাহীমের
alladhī
ٱلَّذِى
who
যে
waffā
وَفَّىٰٓ
fulfilled?
পূর্ণ করেছে (তার দায়িত্ব)

Transliteration:

Wa Ibraaheemal lazee waffaaa (QS. an-Najm:37)

English Sahih International:

And [of] Abraham, who fulfilled [his obligations] – (QS. An-Najm, Ayah ৩৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর ইবরাহীমের (কিতাবের খবর) যে (ইবরাহীম) ছিল পুরোপুরি দায়িত্ব পালনকারী। (আন-নাজম, আয়াত ৩৭)

Tafsir Ahsanul Bayaan

এবং ইব্রাহীমের কিতাবে, যে পালন করেছিল তার দায়িত্ব?

Tafsir Abu Bakr Zakaria

এবং ইবরাহীমের সহীফায় [১], যিনি পূর্ণ করেছিলেন (তার অঙ্গীকার) [২]?

[১] মূসা আলাইহিস সালামের সহীফা বলতে তাওরাতকে বোঝানো হয়েছে, কুরআনই একমাত্র গ্রন্থ যার দুটি স্থানে ইব্রাহীমের সহীফার শিক্ষাসমূহের কোন কোন অংশ উদ্ধৃত হয়েছে। তার একটি স্থান হলো এটি এবং অপর স্থানটি হলো সূরা আল-আ’লার শেষ কয়েকটি আয়াত। [ফাতহুল কাদীর; কুরতুবী]

[২] ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, “ইবরাহীম আলাইহিস সালামের পূর্বে ইসলামের ত্ৰিশ অংশের পূর্ণ বাস্তবায়ন কেউ করতে পারেনি, এজন্যই আল্লাহ বলেছেন, “আর ইবরাহীম যিনি পূর্ণ করেছেন।” মুস্তাদরাকে হাকিম; ২/৪৭০]

রেসালতের কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ মানুষের সংশোধনও এর পর্যায়ভুক্ত। এক হাদীস দ্বারাও এর সমর্থন পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ “আল্লাহ বলেনঃ হে বনী আদম, দিনের শুরুতে আমার জন্যে চার রাকাআত সালাত পড়, আমি দিনের শেষ পর্যন্ত তোমার জন্য যথেষ্ট হয়ে যাব।” [তিরমিয়ী; ৪৭৫]

Tafsir Bayaan Foundation

আর ইবরাহীমের কিতাবে, যে (নির্দেশ) পূর্ণ করেছিল।

Muhiuddin Khan

এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল?

Zohurul Hoque

এবং ইব্রাহীম সন্বন্ধে যিনি সম্পূর্ণরূপে প্রতিপালন করেছিলেন --