কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ৩৩
Qur'an Surah An-Najm Verse 33
আন-নাজম [৫৩]: ৩৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَفَرَءَيْتَ الَّذِيْ تَوَلّٰىۙ (النجم : ٥٣)
- afara-ayta
- أَفَرَءَيْتَ
- Did you see
- তবে কি তুমি দেখেছ
- alladhī
- ٱلَّذِى
- the one who
- (তাকে) যে
- tawallā
- تَوَلَّىٰ
- turned away
- মুখ ফিরায়(সত্য দ্বীন হতে)
Transliteration:
Afara'ayatal lazee tawallaa(QS. an-Najm:33)
English Sahih International:
Have you seen the one who turned away (QS. An-Najm, Ayah ৩৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তুমি কি তাকে দেখেছ যে (আল্লাহ হতে) মুখ ফিরিয়ে নেয়? (আন-নাজম, আয়াত ৩৩)
Tafsir Ahsanul Bayaan
তুমি কি দেখেছ সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয়;
Tafsir Abu Bakr Zakaria
আপনি কি দেখেছেন সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয় ;
Tafsir Bayaan Foundation
তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ, যে মুখ ফিরিয়ে নেয়?
Muhiuddin Khan
আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়।
Zohurul Hoque
তুমি কি তবে তাকে দেখেছ যে ফিরে যায়,