Skip to content

কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ৩০

Qur'an Surah An-Najm Verse 30

আন-নাজম [৫৩]: ৩০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ذٰلِكَ مَبْلَغُهُمْ مِّنَ الْعِلْمِۗ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖۙ وَهُوَ اَعْلَمُ بِمَنِ اهْتَدٰى (النجم : ٥٣)

dhālika
ذَٰلِكَ
That
এটা
mablaghuhum
مَبْلَغُهُم
(is) their sum
তাদের সীমা
mina
مِّنَ
of
থেকে
l-ʿil'mi
ٱلْعِلْمِۚ
knowledge
জ্ঞানের
inna
إِنَّ
Indeed
নিশ্চয়ই
rabbaka
رَبَّكَ
your Lord
তোমার রব
huwa
هُوَ
(is) He (Who)
তিনিই
aʿlamu
أَعْلَمُ
knows best
খুব জানেন
biman
بِمَن
(he) who
(তার) সম্বন্ধে কে
ḍalla
ضَلَّ
strays
বিচ্যুত হয়েছে
ʿan
عَن
from
হতে
sabīlihi
سَبِيلِهِۦ
His Path
তাঁর পথ
wahuwa
وَهُوَ
and He
এবং তিনিই
aʿlamu
أَعْلَمُ
knows best
খুব জানেন
bimani
بِمَنِ
(he) who
(তার সম্বন্ধে) কে
ih'tadā
ٱهْتَدَىٰ
is guided
সৎপথ পেয়েছে

Transliteration:

Zalika mablaghuhum minal 'ilm; inna rabbaka huwa a'lamu biman dalla 'an sabee lihee wa huwa a'lamu bimanih tadaa (QS. an-Najm:30)

English Sahih International:

That is their sum of knowledge. Indeed, your Lord is most knowing of who strays from His way, and He is most knowing of who is guided. (QS. An-Najm, Ayah ৩০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাদের জ্ঞানের দৌড় ঐ পর্যন্তই। তোমার প্রতিপালক খুব ভাল করেই জানেন কে তার পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর তিনি ভালই জানেন কে সঠিক পথে আছে। (আন-নাজম, আয়াত ৩০)

Tafsir Ahsanul Bayaan

তাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত। নিশ্চয় তোমার প্রতিপালকই ভাল জানেন, কে তাঁর পথ হতে বিচ্যুত এবং তিনিই ভাল জানেন, কে সৎপথ প্রাপ্ত।

Tafsir Abu Bakr Zakaria

এটাই তাদের জ্ঞানের শেষ সীমা। নিশ্চয় আপনার রব, তিনিই ভাল জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে হেদায়াতপ্ৰাপ্ত হয়েছে।

Tafsir Bayaan Foundation

এটাই তাদের জ্ঞানের শেষসীমা। নিশ্চয় তোমার রবই সবচেয়ে ভাল জানেন তার সম্পর্কে, যে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই সবচেয়ে ভাল জানেন তার সম্পর্কে, যে হিদায়াতপ্রাপ্ত হয়েছে।

Muhiuddin Khan

তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভাল জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে।

Zohurul Hoque

এইটিই তাদের জ্ঞানের শেষসীমা। নিঃসন্দেহ তোমার প্রভু -- তিনিই ভাল জানেন তাকে যে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে, আর তিনিই ভাল জানেন যে সৎপথপ্রাপ্ত।