Skip to content

কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ১৯

Qur'an Surah An-Najm Verse 19

আন-নাজম [৫৩]: ১৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَفَرَءَيْتُمُ اللّٰتَ وَالْعُزّٰى (النجم : ٥٣)

afara-aytumu
أَفَرَءَيْتُمُ
So have you seen
তোমরা তবে কি (ভেবে) দেখেছ
l-lāta
ٱللَّٰتَ
the Lat
লাত
wal-ʿuzā
وَٱلْعُزَّىٰ
and the Uzza
ও উযযা (সম্বন্ধে)

Transliteration:

Afara'aytumul laata wal 'uzzaa (QS. an-Najm:19)

English Sahih International:

So have you considered al-Lat and al-Uzza? (QS. An-Najm, Ayah ১৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমরা কি লাত ও উযযা সম্পর্কে ভেবে দেখেছ? (আন-নাজম, আয়াত ১৯)

Tafsir Ahsanul Bayaan

তোমরা কি ভেবে দেখেছ ‘লাত’ ও ‘উয্যা’ সম্বন্ধে

Tafsir Abu Bakr Zakaria

অতএব, তোমরা আমাকে জানাও ‘লাত’ ও ‘উযযা' সম্পর্কে

Tafsir Bayaan Foundation

তোমরা লাত ও ‘উযযা সম্পর্কে আমাকে বল’?

Muhiuddin Khan

তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।

Zohurul Hoque

তোমরা কি তবে ভেবে দেখেছ লাত ও 'উযযা,