কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ১৪
Qur'an Surah An-Najm Verse 14
আন-নাজম [৫৩]: ১৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰى (النجم : ٥٣)
- ʿinda
- عِندَ
- Near
- কাছে
- sid'rati
- سِدْرَةِ
- (the) Lote Tree
- কুলগাছের
- l-muntahā
- ٱلْمُنتَهَىٰ
- (of) the utmost boundary
- (জড়জগতের) শেষপ্রান্তে
Transliteration:
'Inda sidratil muntaha(QS. an-Najm:14)
English Sahih International:
At the Lote Tree of the Utmost Boundary – (QS. An-Najm, Ayah ১৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
শেষসীমার বরই গাছের কাছে, (আন-নাজম, আয়াত ১৪)
Tafsir Ahsanul Bayaan
সিদরাতুল মুনতাহার নিকট।[১]
[১] এটা হল মি'রাজের রাতে যে জিবরীল (আঃ)-কে তাঁর আসল আকৃতিতে দেখেছিলেন, তারই বর্ণনা। এই 'সিদরাতুল মুন্তাহা' হল ষষ্ঠ বা সপ্তম আসমানে অবস্থিত একটি কুল (বরই) গাছ। আর এটাই শেষ সীমা। এর উপরে কোন ফিরিশতা যেতে পারেন না। ফিরিশতাকুল আল্লাহর বিধানাদিও এখান থেকেই গ্রহণ করেন।
Tafsir Abu Bakr Zakaria
‘সিদরাতুল মুন্তাহা’ তথা প্রান্তবর্তী কুল গাছ এর কাছে [১],
[১] এর অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক জিবরাঈলকে দ্বিতীয়বারের মত তার আসল আকৃতিতে দেখা। [বুখারী; ৩২৩৪, মুসলিম;১৭৪] দ্বিতীয়বারের এই দেখার স্থান সপ্তম আকাশের ‘সিন্দরাতুল-মুন্তাহা’ বলা হয়েছে। বলাবাহুল্য, মে'রাজের রাত্ৰিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সপ্তম আকাশে গমন করেছিলেন। এতে করে দ্বিতীয়বার দেখার সময়ও মোটামুটিভাবে নির্দিষ্ট হয়ে যায়। অভিধানে ‘সিদরাহ' শব্দের অর্থ বদরিকা বৃক্ষ। মুস্তাহা শব্দের অর্থ শেষপ্রান্ত। সপ্তম আকাশে আরাশের নিচে এই বদরিকা বৃক্ষ অবস্থিত। মুসলিমের বর্ণনায় একে যষ্ঠ আকাশে বলা হয়েছে। উভয় বর্ণনার সমন্বয় এভাবে হতে পারে যে, এই বৃক্ষের মূল শিকড় ষষ্ঠ আকাশে এবং শাখা প্রশাখা সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সাধারণ ফেরেশতাগণের গমনাগমনের এটাই শেষ সীমা। তাই একে মুন্তাহা বলা হয়। ইবন কাসীর; কুরতুবী; আততাহরীর ওয়াত তানওয়ীর ফাতহুল কাদীর] আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তা'আলার বিধানাবলি প্রথমে ‘সিদরাতুল-মুন্তহায়’ নাযিল হয় এবং এখান থেকে সংশ্লিষ্ট ফেরেশতাগণের কাছে সোপর্দ করা হয়। যমীন থেকে আসমানগামী আমলনামা ইত্যাদিও ফেরেশতাগণ এখানে পৌঁছায় এবং এখান থেকে অন্য কোন পন্থায় আল্লাহ তা'আলার দরবারে পেশ করা হয়। [মুসলিম; ১৭৩, মুসনাদে আহমাদ; ১/৩৮৭, ৪২২]
Tafsir Bayaan Foundation
সিদরাতুল মুনতাহার* নিকট।
* সিদরাতুল মুনতাহা হল সপ্তম আকাশে আরশের ডান দিকে একটি কুল জাতীয় বৃক্ষ, সকল সৃষ্টির জ্ঞানের সীমার শেষ প্রান্ত। তারপর কি আছে, একমাত্র আল্লাহই জানেন।
Muhiuddin Khan
সিদরাতুলমুন্তাহার নিকটে,
Zohurul Hoque
দূরদিগন্তের সিদরাহ্-গাছের কাছে,