Skip to content

কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ১৩

Qur'an Surah An-Najm Verse 13

আন-নাজম [৫৩]: ১৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰىۙ (النجم : ٥٣)

walaqad
وَلَقَدْ
And certainly
এবং নিশ্চয়ই
raāhu
رَءَاهُ
he saw him
সে তাকে দেখেছে
nazlatan
نَزْلَةً
(in) descent
অবতরণে
ukh'rā
أُخْرَىٰ
another
আরও একবার (আসল আকৃতিতে)

Transliteration:

Wa laqad ra aahu nazlatan ukhraa (QS. an-Najm:13)

English Sahih International:

And he certainly saw him in another descent (QS. An-Najm, Ayah ১৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অবশ্যই সে [অর্থাৎ নবী (সা.)] তাকে [অর্থাৎ জিবরাঈল (আঃ)-কে] আরেকবার দেখেছিল (আন-নাজম, আয়াত ১৩)

Tafsir Ahsanul Bayaan

নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল।

Tafsir Abu Bakr Zakaria

আর অবশ্যই তিনি তাকে আরেকবার দেখেছিলেন

Tafsir Bayaan Foundation

আর সে তো তাকে* আরেকবার** দেখেছিল।

* জিবরীলকে।

Muhiuddin Khan

নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল,

Zohurul Hoque

আর তিনি নিশ্চয়ই তাঁকে দেখেছিলেন অন্য এক অবতরণে --