Skip to content

কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ১২

Qur'an Surah An-Najm Verse 12

আন-নাজম [৫৩]: ১২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَفَتُمٰرُوْنَهٗ عَلٰى مَا يَرٰى (النجم : ٥٣)

afatumārūnahu
أَفَتُمَٰرُونَهُۥ
Then will you dispute with him
তার সাথে তোমরা এখন কি তর্ক করছ
ʿalā
عَلَىٰ
about
(তার) উপর
مَا
what
যা
yarā
يَرَىٰ
he saw?
সে দেখেছে

Transliteration:

Afatumaaroonahoo 'alaa maayaraa (QS. an-Najm:12)

English Sahih International:

So will you dispute with him over what he saw? (QS. An-Najm, Ayah ১২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সে যা দেখেছে সে বিষয়ে তোমরা কি তার সঙ্গে বিতর্ক করবে? (আন-নাজম, আয়াত ১২)

Tafsir Ahsanul Bayaan

সে যা দেখেছে তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করবে?

Tafsir Abu Bakr Zakaria

তিনি যা দেখেছেন তোমরা কি সে বিষয়ে তাঁর সঙ্গে বিতর্ক করবে?

Tafsir Bayaan Foundation

সে যা দেখেছে, সে সম্পর্কে তোমরা কি তার সাথে বিতর্ক করবে?

Muhiuddin Khan

তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে?

Zohurul Hoque

তোমরা কি তবে তাঁর সঙ্গে বিতর্ক করবে যা তিনি দেখেছেন সে-সন্বন্ধে?