Skip to content

কুরআন মজীদ সূরা আন-নাজম আয়াত ১১

Qur'an Surah An-Najm Verse 11

আন-নাজম [৫৩]: ১১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰى (النجم : ٥٣)

مَا
Not
না
kadhaba
كَذَبَ
lied
মিথ্যা বলেছে
l-fuādu
ٱلْفُؤَادُ
the heart
(তার) অন্তর
مَا
what
যা
raā
رَأَىٰٓ
it saw
সে দেখেছে

Transliteration:

Maa kazabal fu'aadu maa ra aa (QS. an-Najm:11)

English Sahih International:

The heart did not lie [about] what it saw. (QS. An-Najm, Ayah ১১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(নবীর) অন্তঃকরণ মিথ্যে মনে করেনি যা সে দেখে ছিল। (আন-নাজম, আয়াত ১১)

Tafsir Ahsanul Bayaan

যা সে দেখেছে তার হৃদয় তা অস্বীকার করেনি। [১]

[১] অর্থাৎ, নবী করীম (সাঃ) জিবরীল (আঃ)-কে তাঁর আসল আকৃতিতে দেখেন যে, তাঁর ছয়শত ডানা রয়েছে। তাঁর প্রসারিত ডানা পূর্ব ও পশ্চিমের (আকাশ ও পৃথিবীর) মধ্যবর্তী স্থানকে ঘিরে রেখেছিল। এ দর্শনকে নবী করীম (সাঃ)-এর অন্তর মিথ্যা মনে করেনি। বরং আল্লাহর এই বিশাল ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে।

Tafsir Abu Bakr Zakaria

যা তিনি দেখেছেন, তার অন্তঃকরণ তা মিথ্যা বলেনি [১] ;

[১] فؤاد শব্দের অর্থ অন্তঃকরণ। উদ্দেশ্য এই যে, চক্ষু যা কিছু দেখেছে, অন্তঃকরণও তা যথাযথ উপলব্ধি করতে কোন ভুল করেনি। مَاراٰى শব্দের অর্থ যা কিছু দেখেছে। এখানে উদ্দেশ্য তিনি জিবরাঈল আলাইহিস সালাম-কে আসল আকৃতিতে দেখেছেন। [মুয়াসসার, কুরতুবী]

এ আয়াতে فؤاد বা অন্তঃকরণকে উপলব্ধি করার কর্তা করা হয়েছে। অথচ অনেকের মতে উপলব্ধি করা বোধশক্তি বা عقل এর কাজ। [আততাহরীর ওয়াত তানওয়ীর] এই প্রশ্নের জওয়াব এই যে, পবিত্র কুরআনের অনেক আয়াত দ্বারা জানা যায় যে, উপলব্ধির আসল কেন্দ্ৰ অন্তঃকরণ। তাই কখনও বোধশক্তিকেও ‘কলব’ (অন্তঃকরণ) শব্দ দ্বারা ব্যক্ত করে দেয়া হয়; যেমন لَمَنْ كَانَ لَهٗ قَلْبٌ আয়াতে কলব বলে عقل বা বিবেক ও বোধশক্তি বোঝানো হয়েছে। পবিত্র কুরআনের لَهُمْ قُلُوْبٌ لَّايَفْقَهُوْنَ بِهَا ইত্যাদি আয়াত এর পক্ষে সাক্ষ্য দেয়।

Tafsir Bayaan Foundation

সে যা দেখেছে, অন্তকরণ সে সম্পর্কে মিথ্যা বলেনি।

Muhiuddin Khan

রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।

Zohurul Hoque

হৃদয় অস্বীকার করে নি যা তিনি দেখেছিলেন তাতে।