Skip to content

সূরা আন-নাজম - Page: 7

An-Najm

(an-Najm)

৬১

وَاَنْتُمْ سَامِدُوْنَ ٦١

wa-antum
وَأَنتُمْ
এবং তোমরা
sāmidūna
سَٰمِدُونَ
উদাসীন হয়ে আছ
বৃথা খেল-তামাশায় সময় ক্ষেপন করছ, ([৫৩] আন-নাজম: ৬১)
ব্যাখ্যা
৬২

فَاسْجُدُوْا لِلّٰهِ وَاعْبُدُوْا ࣖ ۩ ٦٢

fa-us'judū
فَٱسْجُدُوا۟
অতএব তোমরা সিজদা করো
lillahi
لِلَّهِ
আল্লাহরই জন্যে
wa-uʿ'budū
وَٱعْبُدُوا۟۩
এবং তোমরা ইবাদত (সিজদা) করো (তাঁরই)
তাই, আল্লাহর উদ্দেশ্যে সাজদায় পতিত হও আর তাঁর বন্দেগী কর।[সাজদাহ] ([৫৩] আন-নাজম: ৬২)
ব্যাখ্যা