Skip to content

সূরা আন-নাজম - Page: 2

An-Najm

(an-Najm)

১১

مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰى ١١

مَا
না
kadhaba
كَذَبَ
মিথ্যা বলেছে
l-fuādu
ٱلْفُؤَادُ
(তার) অন্তর
مَا
যা
raā
رَأَىٰٓ
সে দেখেছে
(নবীর) অন্তঃকরণ মিথ্যে মনে করেনি যা সে দেখে ছিল। ([৫৩] আন-নাজম: ১১)
ব্যাখ্যা
১২

اَفَتُمٰرُوْنَهٗ عَلٰى مَا يَرٰى ١٢

afatumārūnahu
أَفَتُمَٰرُونَهُۥ
তার সাথে তোমরা এখন কি তর্ক করছ
ʿalā
عَلَىٰ
(তার) উপর
مَا
যা
yarā
يَرَىٰ
সে দেখেছে
সে যা দেখেছে সে বিষয়ে তোমরা কি তার সঙ্গে বিতর্ক করবে? ([৫৩] আন-নাজম: ১২)
ব্যাখ্যা
১৩

وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰىۙ ١٣

walaqad
وَلَقَدْ
এবং নিশ্চয়ই
raāhu
رَءَاهُ
সে তাকে দেখেছে
nazlatan
نَزْلَةً
অবতরণে
ukh'rā
أُخْرَىٰ
আরও একবার (আসল আকৃতিতে)
অবশ্যই সে [অর্থাৎ নবী (সা.)] তাকে [অর্থাৎ জিবরাঈল (আঃ)-কে] আরেকবার দেখেছিল ([৫৩] আন-নাজম: ১৩)
ব্যাখ্যা
১৪

عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰى ١٤

ʿinda
عِندَ
কাছে
sid'rati
سِدْرَةِ
কুলগাছের
l-muntahā
ٱلْمُنتَهَىٰ
(জড়জগতের) শেষপ্রান্তে
শেষসীমার বরই গাছের কাছে, ([৫৩] আন-নাজম: ১৪)
ব্যাখ্যা
১৫

عِنْدَهَا جَنَّةُ الْمَأْوٰىۗ ١٥

ʿindahā
عِندَهَا
তার কাছেই আছে
jannatu
جَنَّةُ
জান্নাত
l-mawā
ٱلْمَأْوَىٰٓ
বসবাসের/ মাওয়া
যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। ([৫৩] আন-নাজম: ১৫)
ব্যাখ্যা
১৬

اِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشٰىۙ ١٦

idh
إِذْ
যখন
yaghshā
يَغْشَى
আচ্ছন্ন করেছিল
l-sid'rata
ٱلسِّدْرَةَ
কুলগাছটিকে
مَا
যা কিছু
yaghshā
يَغْشَىٰ
আচ্ছন্ন করেছিল
যখন গাছটি যা দিয়ে ঢেকে থাকার তা দিয়ে ঢাকা ছিল, (যার বর্ণনা মানুষের বোধগম্য নয়) ([৫৩] আন-নাজম: ১৬)
ব্যাখ্যা
১৭

مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰى ١٧

مَا
না
zāgha
زَاغَ
বিভ্রম হয়েছে
l-baṣaru
ٱلْبَصَرُ
দৃষ্টি
wamā
وَمَا
আর না
ṭaghā
طَغَىٰ
সীমালঙ্ঘন করেছে
(নবীর) দৃষ্টি ভ্রমও ঘটেনি, সীমা ছাড়িয়েও যায়নি। ([৫৩] আন-নাজম: ১৭)
ব্যাখ্যা
১৮

لَقَدْ رَاٰى مِنْ اٰيٰتِ رَبِّهِ الْكُبْرٰى ١٨

laqad
لَقَدْ
নিশ্চয়ই
raā
رَأَىٰ
সে দেখেছে
min
مِنْ
কিছু
āyāti
ءَايَٰتِ
নিদর্শন
rabbihi
رَبِّهِ
তার রবের
l-kub'rā
ٱلْكُبْرَىٰٓ
বড় বড়
সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন দেখেছিল। ([৫৩] আন-নাজম: ১৮)
ব্যাখ্যা
১৯

اَفَرَءَيْتُمُ اللّٰتَ وَالْعُزّٰى ١٩

afara-aytumu
أَفَرَءَيْتُمُ
তোমরা তবে কি (ভেবে) দেখেছ
l-lāta
ٱللَّٰتَ
লাত
wal-ʿuzā
وَٱلْعُزَّىٰ
ও উযযা (সম্বন্ধে)
তোমরা কি লাত ও উযযা সম্পর্কে ভেবে দেখেছ? ([৫৩] আন-নাজম: ১৯)
ব্যাখ্যা
২০

وَمَنٰوةَ الثَّالِثَةَ الْاُخْرٰى ٢٠

wamanata
وَمَنَوٰةَ
এবং মানাত
l-thālithata
ٱلثَّالِثَةَ
তৃতীয়
l-ukh'rā
ٱلْأُخْرَىٰٓ
অপর (একটি দেবী)
আর তৃতীয় আরেকটি মানাৎ সম্পর্কে? (এ সব অক্ষম, বাকশক্তিহীন, নড়া-চড়ার শক্তিহীন মূর্তিগুলোর পূজা করা কতটা যুক্তিযুক্ত) ([৫৩] আন-নাজম: ২০)
ব্যাখ্যা