কুরআন মজীদ সূরা আত্ব তূর আয়াত ৭
Qur'an Surah At-Tur Verse 7
আত্ব তূর [৫২]: ৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌۙ (الطور : ٥٢)
- inna
- إِنَّ
- Indeed
- নিশ্চয়ই
- ʿadhāba
- عَذَابَ
- (the) punishment
- শাস্তি
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- তোমার রবের
- lawāqiʿun
- لَوَٰقِعٌ
- (will) surely occur
- অবশ্যই ঘটবে
Transliteration:
Inna 'azaaba Rabbika lawaaqi'(QS. aṭ-Ṭūr:7)
English Sahih International:
Indeed, the punishment of your Lord will occur. (QS. At-Tur, Ayah ৭)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তোমার প্রতিপালকের ‘আযাব অবশ্যই সংঘটিত হবে। (আত্ব তূর, আয়াত ৭)
Tafsir Ahsanul Bayaan
তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যম্ভাবী,
Tafsir Abu Bakr Zakaria
নিশ্চয় আপনার রবের শাস্তি অবশ্যম্ভাবী,
Tafsir Bayaan Foundation
নিশ্চয় তোমার রবের আযাব অবশ্যম্ভাবী।
Muhiuddin Khan
আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী,
Zohurul Hoque
নিঃসন্দেহ তোমার প্রভুর শাস্তি অবশ্যাবী --