Skip to content

কুরআন মজীদ সূরা আত্ব তূর আয়াত ৪৩

Qur'an Surah At-Tur Verse 43

আত্ব তূর [৫২]: ৪৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَمْ لَهُمْ اِلٰهٌ غَيْرُ اللّٰهِ ۗسُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ (الطور : ٥٢)

am
أَمْ
Or
নাকি
lahum
لَهُمْ
for them
তাদের আছে
ilāhun
إِلَٰهٌ
a god
কোনো উপাস্য
ghayru
غَيْرُ
other than
ব্যতীত
l-lahi
ٱللَّهِۚ
Allah?
আল্লাহ
sub'ḥāna
سُبْحَٰنَ
Glory be
মহান পবিত্র
l-lahi
ٱللَّهِ
(to) Allah
আল্লাহ
ʿammā
عَمَّا
from what
তা হতে যার
yush'rikūna
يُشْرِكُونَ
they associate (with Him)
তারা শরিক করছে

Transliteration:

Am lahum ilaahun ghairul laa; subhaanal laahi 'ammaa yushrikoon (QS. aṭ-Ṭūr:43)

English Sahih International:

Or have they a deity other than Allah? Exalted is Allah above whatever they associate with Him. (QS. At-Tur, Ayah ৪৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

নাকি আল্লাহ ছাড়া তাদের জন্য ইলাহ্ আছে? তারা যাকে শরীক গণ্য করে আল্লাহ তা থেকে পবিত্র। (আত্ব তূর, আয়াত ৪৩)

Tafsir Ahsanul Bayaan

নাকি আল্লাহ ব্যতীত তাদের অন্য কোন উপাস্য আছে? তারা যাকে শরীক স্থির করে, আল্লাহ তা হতে পবিত্র।

Tafsir Abu Bakr Zakaria

নাকি আল্লাহ ছাড়া ওদের অন্য কোন ইলাহ আছে? তারা যে শির্ক স্থির করে আল্লাহ্‌ তা থেকে পবিত্ৰ !

Tafsir Bayaan Foundation

নাকি তাদের জন্য আল্লাহ ছাড়া অন্য ইলাহ আছে? তারা যে শিরক করে তা থেকে আল্লাহ পবিত্র।

Muhiuddin Khan

না তাদের আল্লাহ তা’আলা ব্যতীত কোন উপাস্য আছে? তারা যাকে শরীক করে, আল্লাহ তা’আলা তা থেকে পবিত্র।

Zohurul Hoque

অথবা আল্লাহ্ ছাড়া তাদের কি অন্য উপাস্য রয়েছে? আল্লাহ্‌রই সব মহিমা -- তারা যা শরিক করে তিনি তার বাইরে।