Skip to content

কুরআন মজীদ সূরা আত্ব তূর আয়াত ৪১

Qur'an Surah At-Tur Verse 41

আত্ব তূর [৫২]: ৪১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُوْنَۗ (الطور : ٥٢)

am
أَمْ
Or
নাকি
ʿindahumu
عِندَهُمُ
with them
আছে তাদের কাছে
l-ghaybu
ٱلْغَيْبُ
(is) the unseen
অদৃশ্যের জ্ঞান
fahum
فَهُمْ
so they
তারা ফলে
yaktubūna
يَكْتُبُونَ
write (it) down?
লিখে দিতে পারে

Transliteration:

Am 'indahumul ghaibu fahum yaktuboon (QS. aṭ-Ṭūr:41)

English Sahih International:

Or have they [knowledge of] the unseen, so they write [it] down? (QS. At-Tur, Ayah ৪১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান আছে, আর তারা তা লিখছে? (আত্ব তূর, আয়াত ৪১)

Tafsir Ahsanul Bayaan

নাকি তাদের অদৃশ্যের জ্ঞান আছে যে, তারা লিখে রাখে?[১]

[১] যে, তাদের পূর্বে মুহাম্মাদ (সাঃ) অবশ্যই মারা যাবেন এবং তাদের মৃত্যু পরে আসবে।

Tafsir Abu Bakr Zakaria

নাকি গায়েবী বিষয়ে তাদের কোন জ্ঞান আছে যে, তারা তা লিখছে?

Tafsir Bayaan Foundation

নাকি তাদের কাছে আছে গায়েবের জ্ঞান, যা তারা লিখছে?

Muhiuddin Khan

না তাদের কাছে অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে যে, তারাই তা লিপিবদ্ধ করে?

Zohurul Hoque

অথবা অদৃশ্য কি তাদের কাছে রয়েছে যার ফলে তারা লিখে ফেলতে পারে?