কুরআন মজীদ সূরা আত্ব তূর আয়াত ৪
Qur'an Surah At-Tur Verse 4
আত্ব তূর [৫২]: ৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَّالْبَيْتِ الْمَعْمُوْرِۙ (الطور : ٥٢)
- wal-bayti
- وَٱلْبَيْتِ
- By the House
- এবং (শপথ) ঘরের
- l-maʿmūri
- ٱلْمَعْمُورِ
- frequented
- চির আবাদ
Transliteration:
Wal baitil ma'moor(QS. aṭ-Ṭūr:4)
English Sahih International:
And [by] the frequented House (QS. At-Tur, Ayah ৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
শপথ বেশি বেশি আবাদকৃত ঘরের, (আত্ব তূর, আয়াত ৪)
Tafsir Ahsanul Bayaan
শপথ বায়তুল মা’মূরের, [১]
[১] 'বায়তে মা'মূর' হল সপ্তম আকাশে অবস্থিত সেই ইবাদতখানা, যেখানে ফিরিশতাগণ ইবাদত করেন। এই ইবাদতখানা ফিরিশতাবর্গ দ্বারা এমনভাবে পরিপূর্ণ হয়ে থাকে যে, প্রত্যহ এতে সত্তর হাজার করে ফিরিশতা ইবাদতের জন্য প্রবেশ করেন। যাঁদের কিয়ামত পর্যন্ত পুনরায় প্রবেশের পালা আসবে না। আর এ কথা মি'রাজের ব্যাপারে বর্ণিত হাদীসগুলোতে বলা হয়েছে। কেউ কেউ 'বায়তে মা'মূর' বলতে 'কা'বা-ঘর' বুঝিয়েছেন। যে ঘর ইবাদতের জন্য আগমনকারী মানুষ দ্বারা সর্বদা পরিপূর্ণ থাকে। 'মা'মূর' শব্দটির অর্থই হচ্ছে আবাদ ও পরিপূর্ণ।
Tafsir Abu Bakr Zakaria
শপথ বায়তুল মা’মূরের [১],
[১] আকাশস্থিত ফেরেশতাদের কা'বাকে বায়তুল মামুর বলা হয়। এটা দুনিয়ার কা'বার ঠিক উপরে অবস্থিত। হাদীসে আছে যে, মে'রাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বায়তুল মামুরে নিয়ে যাওয়া হয়েছিল। এতে প্রত্যহ সত্তর হাজার ফেরেশতা ইবাদতের জন্যে প্রবেশ করে। এরপর তাদের পুনরায় এতে প্রবেশ করার পালা আসে না। প্রত্যহ নতুন ফেরেশতাদের নম্বর আসে। [বুখারী;৩২০৭, মুসলিম;১৬২] সপ্তম আসমানে বসবাসকারী ফেরেশতাদের কা'বা হচ্ছে বায়তুল মামুর। এ কারণেই মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে পৌঁছে ইবরাহীম আলাইহিস সালাম-কে বায়তুল মামুরের প্রাচীরে হেলান দিয়ে উপবিষ্ট অবস্থায় দেখতে পান। [বুখারী; ৩২০৭] তিনি ছিলেন দুনিয়ার কা'বার প্রতিষ্ঠাতা। আল্লাহ তা'আলা এর প্রতিদানে আকাশের কা'বার সাথেও তাঁর বিশেষ সম্পর্ক স্থাপন করে দেন। প্রতি আসমানেই ফেরেশতাদের জন্য একটি ইবাদতঘর রয়েছে। প্রথম আসমানের ইবাদতঘরের নাম “বাইতুল ইযযত”। ইবন কাসীর]
Tafsir Bayaan Foundation
কসম আবাদ গৃহের,*
* আবাদ গৃহ বলতে সপ্তাকাশের বায়তুল মা‘মূরকে বুঝানো হয়েছে। অগণিত ফেরেশতা নিরবচ্ছিন্ন ইবাদাতে যা আবাদ রেখেছে।
Muhiuddin Khan
কসম বায়তুল-মামুর তথা আবাদ গৃহের,
Zohurul Hoque
আর ভাবো ঘনঘন গমনাগমনের গৃহের কথা,