কুরআন মজীদ সূরা আত্ব তূর আয়াত ৩৩
Qur'an Surah At-Tur Verse 33
আত্ব তূর [৫২]: ৩৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَمْ يَقُوْلُوْنَ تَقَوَّلَهٗۚ بَلْ لَّا يُؤْمِنُوْنَۚ (الطور : ٥٢)
- am
- أَمْ
- Or
- কি
- yaqūlūna
- يَقُولُونَ
- (do) they say
- তারা বলে
- taqawwalahu
- تَقَوَّلَهُۥۚ
- "He has made it up"
- "তা সে রচনা করেছে"
- bal
- بَل
- Nay
- আসল কথা হল
- lā
- لَّا
- not
- না
- yu'minūna
- يُؤْمِنُونَ
- they believe
- তারা ঈমান আনতে চায়
Transliteration:
Am yaqooloona taqawwalah; bal laa yu'minoon(QS. aṭ-Ṭūr:33)
English Sahih International:
Or do they say, "He has made it up"? Rather, they do not believe. (QS. At-Tur, Ayah ৩৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা কি বলে- ‘সে নিজেই (কুরআন) রচনা করে নিয়েছে? আসলে তারা ঈমানই আনেনি। (আত্ব তূর, আয়াত ৩৩)
Tafsir Ahsanul Bayaan
তারা কি বলে, ‘এ কুরআন নিজে রচনা করেছে?’ বরং তারা অবিশ্বাসী। [১]
[১] অর্থাৎ, কুরআন রচনার অপবাদ আরোপের উপর তাদেরকে উদ্বুদ্ধকারী জিনিসও হল তাদের কুফরী।
Tafsir Abu Bakr Zakaria
নাকি তারা বলে, ‘এ কুরআন সে বানিয়ে বলেছে ’? বরং তারা ঈমান আনবে না।
Tafsir Bayaan Foundation
তারা কি বলে, ‘সে এটা বানিয়ে বলছে?’ বরং তারা ঈমান আনে না।
Muhiuddin Khan
না তারা বলেঃ এই কোরআন সে নিজে রচনা করেছে? বরং তারা অবিশ্বাসী।
Zohurul Hoque
অথবা তারা কি বলে যে এটি সে বর্ণনা করেছে? না, তারা বিশ্বাস করে না।