কুরআন মজীদ সূরা আত্ব তূর আয়াত ৩
Qur'an Surah At-Tur Verse 3
আত্ব তূর [৫২]: ৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فِيْ رَقٍّ مَّنْشُوْرٍۙ (الطور : ٥٢)
- fī
- فِى
- In
- মধ্যে
- raqqin
- رَقٍّ
- parchment
- চামড়ার কাগজের
- manshūrin
- مَّنشُورٍ
- unrolled
- উন্মুক্ত
Transliteration:
Fee raqqim manshoor(QS. aṭ-Ṭūr:3)
English Sahih International:
In parchment spread open (QS. At-Tur, Ayah ৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
খোলা পৃষ্ঠায়, (আত্ব তূর, আয়াত ৩)
Tafsir Ahsanul Bayaan
উন্মুক্ত পত্রে, [১]
[১] এটির সম্পর্ক হল مَسْطُوْرٍ এর সাথে। رَقٍّ সেই পাতলা চামড়া, যার উপর লেখা হত। আর مَنْثوُرٍ অর্থ হল مَبْسُوْطٍ তথা উন্মুক্ত বা বিস্তৃত।
Tafsir Abu Bakr Zakaria
উন্মুক্ত পাতায় [১]
[১] رق শব্দের আসল অর্থ লেখার জন্যে কাগজের স্থলে ব্যবহৃত পাতলা চামড়া। তাই এর অনুবাদ করা হয় পত্র। [ফাতহুল কাদীর]
Tafsir Bayaan Foundation
উন্মুক্ত পাতায়।
Muhiuddin Khan
প্রশস্ত পত্রে,
Zohurul Hoque
এক খোলামেলা পাতায়,